ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর আসছে একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেও যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। এবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নিয়ে সতর্ক করল ভ্লাদিমির পুতিনের দেশ। রুশ মহাকাশ সংস্থা বা রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন জানিয়েছেন, নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বিধ্বস্ত হতে পারে।
আজ শনিবার ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ নিয়ে আল জাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।
দিমিত্রি রোগোজিন বলেছেন, নিষেধাজ্ঞাগুলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পরিষেবা প্রদানকারী রুশ অংশের কার্যক্রম ব্যাহত করতে পারে। এতে মহাকাশ স্টেশনের রুশ অংশটি বিধ্বস্ত হতে পারে। এর ফলস্বরূপ ৫০০ টন কাঠামো সমুদ্রে বা স্থলে পড়তে পারে।
টেলিগ্রামে দিমিত্রি রোগোজিন লিখেছেন, যারা মহাকাশ স্টেশনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের নিষেধাজ্ঞার মূল্য বোঝা উচিত। যেসব দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে, তারা আসলে পাগল হয়ে গেছে।
সেজন্য রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান রসকসমসের প্রধান।