অনেকটা আড়ালেই চীন ও মালয়েশিয়ার বাজার নোভা ৯ এসই স্মার্টফোন উন্মোচন করেছে হুয়াওয়ে। যুক্তরাষ্ট্রের বাধার মুখে আন্তর্জাতিক বাজারে স্মার্টফোনের ব্যবসা অনেকটাই গুটিয়ে নিয়েছে চীনের এ প্রযুক্তি প্রতিষ্ঠান। এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে নোভা ৯ ফাইভজি ও ৯ প্রো ফাইভজি স্মার্টফোন নিয়ে এসেছিল প্রতিষ্ঠানটি। নতুন স্মার্টফোনটি আরো সাশ্রয়ী ও ফোরজি সংযোগ সুবিধাসম্পন্ন।
হুয়াওয়ে নোভা ৯ এসই হ্যান্ডসেটটির কোডনেম “জুলিয়ান” (JLN-Lxx)। জানা যাচ্ছে এই স্মার্টফোনটি ২,৩৮৮×১,০৮০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৭৮ ইঞ্চির এলসিডি প্যানেলের সাথে আসবে। সেলফি ক্যামেরার জন্য স্ক্রিনের ওপরে একটি সেন্টার পাঞ্চ-হোল কাটআউট থাকবে এবং এই হ্যান্ডসেটটিতে সরু বেজেল দেখতে পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য, হুয়াওয়ে নোভা ৯ এসই-এর রিয়ার শেলে কোয়াড-ক্যামেরা সেটআপ দেওয়া হবে, যার মধ্যে উপস্থিত থাকবে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, এই ফোনটিই সংস্থার প্রথম তিন-সংখ্যার মেগাপিক্সেল রেজোলিউশনের ক্যামেরা সহ আসবে। প্রধান ক্যামেরার সাথে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং ডেপ্থ এবং ম্যাক্রো শটগুলির জন্য আরও দুটি ২ মেগাপিক্সেলের সেন্সর পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ফোনের সামনের দিকে ১৬ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার থাকবে।
পারফরম্যান্সের জন্য, হুয়াওয়ে নোভা ৯ এসই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ অক্টা কোর প্রসেসর দ্বারা চালিত হতে পারে। এর অর্থ এই স্মার্টফোনে ৫জি সাপোর্ট অফার করবে না। তবে এই ডিভাইসে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে।
ডিভাইসটিতে ৪ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। চার্জিংয়ের জন্য এর সঙ্গে ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারও রয়েছে। কানেক্টিভিটির জন্য ডিভাইসে ডুয়াল ন্যানো সিম সাপোর্ট, ফোরজি ভিওএলটিই, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.০, জিপিএস, এনএফসি ও একটি ইউএসবি-সি পোর্টও রয়েছে। সেন্সরের দিক থেকে ডিভাইসে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এক্সিলারোমিটার, জায়রো, কম্পাস, ভার্চুয়াল প্রক্সিমিটি রয়েছে।
সফটওয়্যারের ক্ষেত্রে, হুয়াওয়ে নোভা ৯ এসই গ্লোবাল ভার্সনটি অ্যান্ড্রয়েড ভিত্তিক ইএমইউআই ১২ (EMUI 12) কাস্টম স্কিনে এবং চীনা মডেলটি হারমনিওএস (HarmonyOS) ইউজার ইন্টারফেসে রান করবে।