অ্যাপল নতুন ‘আইফোন এসই’ উন্মোচন করেছে এক মাসও হয়নি, এর মধ্যেই ফাইভ জি সক্ষমতার ‘এ৫৩’ স্মার্টফোন দেখিয়েছে স্যামসাং।
দাম আর হার্ডওয়্যারের বিচারে তৃতীয় প্রজন্মের এসই’র সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে ‘এ৫৩’।
বৃহস্পতিবার ‘অসাম গ্যালাক্সি’ আয়োজনে নতুন ‘গ্যালাক্সি এ৫৩’ ৫জি স্মার্টফোন দেখিয়েছে স্যামসাং। সিএনএন বলছে, ব্যয়বহুল দামের ফ্ল্যাগশিপ মডেলের অনেক কিছুই ‘বাজেট-বান্ধব’ এ৫৩-তে নিয়ে এসেছে গ্যালাক্সি নির্মাতা।
নতুন স্মার্টফোনে নতুন কোয়াড-ক্যামেরা সিস্টেম, শক্তিশালী প্রসেসর, আর ৫জি সক্ষমতা রেখেছে স্যামসাং।
তবে ‘গ্যালাক্সি এ৫৩’-র সবচেয়ে আকর্ষণীয় বিষয় হিসেবে দেখা হচ্ছে এর দামকে। ফোনটির ১২৮ জিবি মডেলের দাম ধরা হয়েছে ৪৪৯ ডলার, যা আগের বছরের মডেলের চেয়ে ৫০ ডলার এবং একই স্টোরেজের ‘আইফোন এসই’র চেয়ে ৩০ ডলার কম।
অ্যাপল ‘আইফোন এসই’র ৬৪ জিবি সংস্করণের দাম ধরেছে ৪২৯ ডলার। তবে এ৫৩’র কোনো ৬৪জিবি সংস্করণ বাজারজাত করছে না স্যামসাং।
৬.৫ ইঞ্চি পর্দার ‘গ্যালাক্সি এ৫৩’- চলবে স্যামসাংয়ের ‘এক্সিনোস ৫ এনএম’ প্রসেসরে। উন্নত ‘এআই’ সক্ষমতার কারণে আরও ভালো ছবি তোলা যাবে নাইট মোডে, ছবি থেকে মুছে দেওয়া যাবে অবাঞ্ছিত অংশ। এ৫৩’র ব্যাটারির ক্ষমতাও বাড়িয়েছে স্যামসাং। বলা হচ্ছে, একবার চার্জে দুদিন চলবে এ৫৩।
এ ছাড়া এ৫৩ ডিভাইসে কোয়াড-ক্যামেরা সিস্টেম রেখেছে স্যামসাং। এর মধ্যে ৬৪ মেগাপিক্সেলের মূল ক্যামেরা ছাড়াও আছে ৩২ মেগাপিক্সেলের হাই-রেজুলিউশন ফ্রন্ট ক্যামেরা।
দুই প্রতিযোগী প্রতিষ্ঠানের কাছাকাছি সময়ে নতুন পণ্য উন্মোচন আর দামের সামঞ্জস্য বিবেচনায় নিয়ে সিএনএন লিখেছে, সম্ভবত সাশ্রয়ী দামের ৫জি সক্ষমতার স্মার্টফোন দিয়ে নতুন ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছে দুই কোম্পানি।