চলতি বছরে বেশ কয়েকটি ভালমানের ফোন রিলিজ করেছে অনর মোবাইল। গতমাসে অনর গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল অনর ম্যাজিক ৪স্মার্টফোন সিরিজ। এখন আবার সংস্থাটি চীনে এই সিরিজের আরও একটি ডিভাইসের উপর থেকে পর্দা সরিয়েছে, যার নাম অনর ম্যাজিক ৪ আলটিমেট। এই মোবাইলটিতে দেওয়া হচ্ছে অসাধারণ সব ফিচার যেগুলো আপনাকে মনোমুগ্ধ করতে সক্ষম হবে। ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে স্মার্টফোনগুলি সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। এমনকি কয়েক সপ্তাহ আগে ডিভাইস দুটির স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেন এক টিপস্টার।
এটি সিরিজের টপ-এন্ড মডেল হিসেবে এসেছে। যেখানে আপগ্রেড ক্যামেরা স্পেসিফিকেশন উপলব্ধ। DXOMark এর ক্যামেরা টেস্টিংয়ে ফোনটি ১৪৬ পয়েন্ট পেয়েছে। আসুন অনর ম্যাজিক ৪ আলটিমেট এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
অনর ম্যাজিক ৪ আলটিমেট ফোনে আছে ৬.৮১ ইঞ্চি এলটিপিও ওএলইডি ডিসপ্লে, যার পিক্সেল রেজোলিউশন ১৩১২ x ২৮৪৮ পিক্সেল ও রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। ফোনটি ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সহ এসেছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে না।
ফটোগ্রাফির জন্য অনর ম্যাজিক ৪ আলটিমেট ফোনে কাস্টম ইমেজ সেন্সর উপস্থিত। ফোনটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল ১/১.১২ ইঞ্চি সেন্সর, ১/২ ইঞ্চি ৬৪ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৩.৫এক্স জুম ও ওআইএস সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স ও ৫০ মেগাপিক্সেল স্পেক্ট্রাম এনহ্যান্সড সেন্সর। আবার সামনে আছে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ফেস রিকগনিশনের জন্য থ্রিডি ডেপ্থ সেন্সর।
অনর ম্যাজিক ৪ আলটিমেট ফোনটি অ্যান্ড্রয়েড ১২ বেসড ম্যাজিক ইউআই ৬.০ কাস্টম স্কিনে রান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।