অ্যাপলের ফোনগুলো সব সময় চওড়া মূল্যের হয়ে থাকে। এবার ভোক্তাদের সাধ্যের কথা বিবেচনা করে স্বল্প মূল্যের ফোন নিয়ে আসছে এবং সেই ফোনটি হল অ্যাপল আইফোন এস ই (২০২২)। আজকে আমরা এই ফোনটি নিয়ে আলোচনা করব। এটি একটি মিড বাজেটের ফোন হতে চলেছে উক্ত কোম্পানীটির। উক্ত ফোনটিতে প্রায় সবরকম সুযোগ সুবিধা মিলবে। চলতি মাসেই লঞ্চ করা হয়েছে ফোনটির। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।
ডিসপ্লেঃ
অ্যাপল আইফোন এস ই (২০২২) মোবাইলটিতে দেওয়া হয়েছে ৪.৭ ইঞ্চি বিশিষ্ট রেটিনা আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ৭৫০X১৩৩৪ পিক্সেল। উক্ত ফোনটির সাথে পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৩২৬।
বডিঃ
এই মোবাইলটির ডিভাইস হবে স্মার্টফোন টাইপের। এই মোবাইলটির আয়তন হবে ১৩৮.৪X৬৭.৩X৭.৩ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ১৪৮ গ্রাম।
হার্ডওয়্যার:
অ্যাপল আইফোন এস ই (২০২২) ফোনটির চিপসেট দেওয়া হয়েছে অ্যাপল এ১৫ বায়োনিক হেক্সাকোর প্রসেসর। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৩ জিবি র্যাম এবং ৬৪/১২৮/২৫৬ জিবি ফোন স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া হয়েছে আই অ এস ১৫.৩। ৫ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.০, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। অ্যাপল আইফোন এস ই (২০২২) মোবাইলটির ব্যাটারীটি সম্পর্কে এখনো জানা যায়নি। এছাড়া ফোনটির সাথে দেওয়া হয়েছে জল এবং ধূলা প্রতিরোধক। হার্ডওয়্যার সেকশনটি এখানে খুব ভাল দেওয়া হয়েছে।
ক্যামেরাঃ
অ্যাপল আইফোন এস ই (২০২২) তে দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সেলের একটি সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৭ মেগাপিক্সেলের একটি সেন্সর। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০/৬০/১২০/২৪০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই থাকবে এইচ ডি আর, প্যানোরামা, ও আই এস,পি ডি এ এফ এর সুবিধা।
মূল্যঃ
অ্যাপল আইফোন এস ই (২০২২) মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ৪৩,৯০০ টাকা। কালো, সাদা এবং লাল রং এ পাওয়া যাবে ফোনটি।