বর্তমানে বেশিরভাগ স্মার্টফোন সংস্থাই গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে দ্রুততর চার্জিং প্রযুক্তি বাজারে নিয়ে আসার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই তালিকায় নাম রয়েছে স্মার্টফোন প্রতিষ্ঠান ইনফিনিক্স।
গতবছর এই সংস্থাটি তাদের একটি কনসেপ্ট ফোনের জন্য ১৬০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি উন্মোচন করে। কিন্তু সেই দ্রুত চার্জিং প্রযুক্তি ইনফিনিক্সের বাণিজ্যিক ফোনগুলিতে কখনও দেখা যায়নি। আর এবার জানা যাচ্ছে এই স্মার্টফোন সংস্থাটি ১৬০ ওয়াটেই থেমে নেই।
এক টিপস্টার ইনফিনিক্সের অত্যাধুনিক ১৮০ ওয়াট ফাস্ট চার্জিং পাওয়ার অ্যাডাপ্টারটিকে টিইউভি রাইনল্যান্ড ওয়েবসাইটে স্পট করেছেন।
টিপস্টার পীযুষ ভাসারকার ইনফিনিক্স পাওয়ার অ্যাডাপ্টারের লিস্টিংটি প্রথম স্পট করেছেন। এই চার্জারটি U1800XEA মডেল নম্বর সহ টিইউভি রাইনল্যান্ড এর সাইটে তালিকাভুক্ত হয়েছে এবং এতে ২০ভোল্ট এবং ৯.০ অ্যাম্পিয়ার চার্জিং গতি রয়েছে, যা ১৮০ ওয়াট সর্বোচ্চ দ্রুত চার্জিং স্পিডকে বোঝায়৷
জানিয়ে রাখি, ইনফিনিক্স তাদের এই ১৮০ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট সহ তাদের আসন্ন ফোনগুলির সম্পর্কে কোনও তথ্য এখনও প্রকাশ করেনি, তবে আশা করা যায় যে সংস্থার এই ফাস্ট চার্জিং সলিউশনটি শীঘ্রই ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।
তবে যেহেতু, এখনও এই ব্র্যান্ডের কোনো ফোনেই গতবছর উন্মোচন করা ১৬০ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট দেখতে পাওয়া যায়নি, তাই এই ১৮০ ওয়াট চার্জিং অ্যাডাপ্টারটি বাণিজ্যিক ব্যবহারের জন্য হবে না বলেই মনে করা হচ্ছে।