জনপ্রিয় অনলাইন গেম ‘পাবজি’ নেপালে বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। গেমটি শিশুদের মনে কুপ্রভাব ফেলছে এমন দাবি করে বৃহস্পতিবার গেমটি নিষিদ্ধ করা হয়।
রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, নেপাল টেলিকমিউনিকেশনসের ডেপুটি ডিরেক্টর সন্দ্বীপ অধিকারী বলেন, ‘শিশু ও কিশোরদের মনে এই গেমের কুপ্রভাব বিবেচনা করে গেমটি নিষিদ্ধকরণের জন্য আমরা নির্দেশ প্রদান করেছি।’
পাবজি একটি অনলাইন ব্যাটল গেম। গেমটিতে একসঙ্গে একাধিক খেলোয়াড় একটি দ্বীপের মধ্যে যুদ্ধ করে। এর আগে ভারতের গুজরাট রাজ্যে গেমটি নিষিদ্ধ করা হয়।