চলতি বছরের জুলাইয়ে লেইকার সঙ্গে যৌথ উদ্যোগে নতুন একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনবে শাওমি। এতদিন ধরে গুঞ্জন থাকলেও সম্প্রতি চীনের প্রযুক্তি জায়ান্টটি জার্মানির ক্যামেরা উৎপাদনকারী প্রতিষ্ঠানটির সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের তথ্য প্রকাশ করেছে।
হালনাগাদকৃত মোবাইল ইমেজিং কোলাবরেশনের মাধ্যমে শার্প, হুয়াওয়ে ও প্যানাসনিকের পর এবার শাওমির সঙ্গে স্মার্টফোন উৎপাদন ও বাজারজাতে কাজ করছে জার্মানির ক্যামেরা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। তবে লেইকার ক্যামেরা প্রযুক্তি ব্যবহারকারী হিসেবে শাওমিই একমাত্র চীনা প্রতিষ্ঠান নয়।
২০২০ সালের শেষে সনি প্লাস ও নকিয়ার মতো ভিভোও কার্ল জেইসের ক্যামেরা ব্যবহারে চুক্তিবদ্ধ হয়। সম্প্রতি বাজারে উন্মুক্ত করতে যাওয়া এক্স৮০ সিরিজ তারই প্রতিফলন।
সম্প্রতি অপো ও ওয়ানপ্লাস বেশকিছু সেলফোন বাজারজাত শুরু করেছে, যেগুলো হ্যাশেলব্লাডের সঙ্গে যৌথভাবে নির্মিত। এর মধ্যে এক্স৫ সিরিজ ও ওয়ানপ্লাস ১০ প্রোও রয়েছে। তবে শাওমির পক্ষ থেকে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বাজার বিশ্লেক ও প্রযুক্তিবিদদের ধারণা স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ প্রসেসর এবং লেইকার ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনটি ভালো সাড়া ফেলবে। শাওমি ১২ আল্ট্রা বা ১৩ সিরিজ নামে এটি বাজারজাত করা হতে পারে।