ফোনের স্ক্রিন লক থাকলেও ডিসপ্লে অন থাকে, এমন ফিচার অনেক ফোনেই দেখেছেন স্মার্টফোনপ্রেমীরা। এবার একই ফিচার দেখতে পাওয়া যাবে টেক জায়ান্ট অ্যাপলের নতুন আইফোনে। এই ফিচারের মাধ্যমে ফোনের ডিসপ্লে লক থাকলেও দিন, তারিখ, সময়, আবহাওয়া এবং নোটিফিকেশন স্ক্রিণ অন না করেই দেখা যাবে। দীর্ঘদিন ধরেই আইফোনে এই ফিচারটির প্রত্যাশা করছিল আইফোনপ্রেমীরা।
এদিকে ৬ জুন থেকে শুরু হতে যাচ্ছে অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স বা ডব্লিউডব্লিউডিসি। এই সম্মেলনে আইওএস অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ ‘আইওএস ১৬’ সম্পর্কে গ্রাহকদের সামনে তুলে ধরবে অ্যাপল। অনুষ্ঠানিক ঘোষণার আগেই আইওএস ১৬ নিয়ে নানা তথ্য মিলছে ইন্টারনেটে।
ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গারম্যান জানিয়েছেন, অ্যাপল তাদের নতুন আইফোনে (আইফোন ১৪) আইওএস ১৬ ব্যবহার করবে। ডিসপ্লে সব সময় অন থাকার ফিচারটিও এই সংস্করণে অন্তর্ভুক্ত থাকবে।
উল্লেখ্য, আইফোন ১৩ সংস্করণে ডিসপ্লে অন থাকার ফিচারটি অন্তর্ভুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত অ্যাপল তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে।