হংকং বিমানবন্দরে শিপিংয়ের সময় হঠাৎই ভিভো ওয়াই২০ মডেলের একটি চালানে আগুন ধরে যায়। এই ঘটনার জেরেই, তাদের বিমানের মাধ্যমে আকাশপথে যাতে ভিভোর কোনো মোবাইল ফোনেরই শিপিং না হয় – সেই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে হংকং এয়ারলাইনস।
এই বিষয়ে একটি অভ্যন্তরীণ যোগাযোগের দরুন হংকং এয়ার কার্গো ক্যারিয়ার, ইকোনমিক টাইমস কে আফসোসের সাথে জানিয়েছে যে, তারা তাৎক্ষণিকভাবে বিমানে সমস্ত লজিস্টিক কোম্পানির প্রোডাক্টের পরিবহণ নিষিদ্ধ করেছে। একই সাথে ব্যান করা হয়েছে সমস্ত ভিভো মোবাইলের শিপমেন্টও। উক্ত দুর্ঘটনায় কিভাবে ফোনগুলিতে আগুন লেগেছিল সেই কারণ নির্ধারিত না হওয়া পর্যন্ত এই কোম্পানির স্মার্টফোনের রফতানির অনুমতি মিলবে না।
সেক্ষেত্রে, এই মুহূর্তে কেবলমাত্র একটি বিমান সংস্থাই ভিভোকে এই ধরণের অস্বস্তিতে ফেলেছে, যাতে সংস্থার ব্যবসায় তেমন প্রভাব নাও পড়তে পারে। তবে আগামী দিনে দেশের অন্যান্য এয়ারলাইনগুলিও যদি একই পথে হাঁটে, তাহলে এই মোবাইল ব্র্যান্ডটির যে যথেষ্ঠ মাথাব্যাথার কারণ দেখা দেবে তা আর বলার অপেক্ষা রাখে না! বিশেষত যখন সংস্থাটি, বৈদেশিক বাজারে স্মার্টফোন ইম্পোর্টের পাশাপাশি, নিজের ব্র্যান্ডিংয়ের জন্যও ভারতের মত বাজারে প্রচুর ডলার ব্যয় করেছে।