দুটি ক্যামেরাযুক্ত স্মার্টওয়াচের উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দিয়েছে মেটা। আগামী বছর স্মার্টওয়াচটি বাজারজাতের পরিকল্পনা নিয়েছিল প্রযুক্তি জায়ান্টটি। খবর ইটিটেলিকম।
ডুয়াল ক্যামেরার পাশাপাশি ডিভাইসটিতে অ্যাক্টিভিটি ট্র্যাকিং, মিউজিক প্লেব্যাক, মেসেজিংসহ বিভিন্ন ফিচার রয়েছে বলে ব্লুমবার্গ প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে জানা গেছে।
চলতি বছরের শুরুতে এক প্রতিবেদনে বলা হয়েছিল, মেটা দুটি মডেলে তাদের প্রথম স্মার্টওয়াচ উন্মোচন করতে যাচ্ছে। যার একটি বর্গাকার ও আরেকটি বৃত্তাকার। বর্গাকার স্মার্টওয়াচের ডিসপ্লে আলাদা করার সুবিধাও থাকবে। সে সময় এটিও বলা হয়েছিল, বর্গাকার স্মার্টওয়াচে দুটি বা সর্বোচ্চ তিনটি ক্যামেরা থাকতে পারে।
প্রতিবেদনে আরো বলা হয়, স্মার্টওয়াচের ডিসপ্লেতে যে ক্যামেরা থাকবে, সেটি মূলত ভিডিও কলিংয়ের জন্য। ডিভাইসের পেছনে ১০৮০ পিক্সেলের যে অটো-ফোকাস ক্যামেরা থাকবে, তার মাধ্যমে ব্যবহারকারীরা বেল্ট থেকে ওয়াচ আলাদা করে ভিডিও ফুটেজ ধারণ করতে পারবেন। উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দেয়া স্মার্টওয়াচটির মূল্য ৪০০ ডলারের কাছাকাছি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কালো, সাদা ও সোনালি রঙে ডিভাইসটি বাজারে আনা হবে।