খুব বেশি নাম-ডাক না থাকলেও স্মার্টফোন ব্র্যান্ড জেডটিইকে অনেকেই চিনত। কেননা, এই কোম্পানির ফোনের নেটওয়ার্ক বেশি থাকতো। যেখানে অন্য কোম্পানির ফোনে নেটওয়ার্ক পায় না, সেখানেও নেটওয়ার্ক পেতো জেডটিই ফোন। এর পেছনে কারণও আছে। জেডটিই মূলত মোবাইল ফোনের নেটওয়ার্ক টাওয়ার তৈরিতে সিদ্ধহস্ত। দীর্ঘদিন ধরে বাজারে নতুন ফোন ছিল না হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানটির। এবার নতুন ফোন দিয়ে বাজারে ফিরছে।
জেডটিইর ক্যামব্যাক ফোন হতে চলেছে অ্যাক্সন ৪০আল্ট্রা। ইতিমধ্যেই ফোন লঞ্চের বিষয়ে নিশ্চিত করেছে কোম্পানি।
অ্যাক্সন ৪০ আল্টা মডেল নজরকাড়া ডিজাইনে তৈরি। জুন মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে ডিভাইসটি।
নতুন জেডটিই ফোন দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। একটিতে থাকবে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম। অন্যটি ২৫৬ জিবি র্যামে পাওয়া যাবে।
জেডটিই অ্যাক্সন ৪০ আল্ট্রা যেকোনও প্রিমিয়াম কোয়ালিটির ফোনের সঙ্গে টক্কর দিতে পারে। এই ডিভাইসের অন্যতম প্রধান আকর্ষণ হল, এতে ১২০ হার্জ রিফ্রেশ রেট, ৩৬০ হার্জ টাচ স্যাম্পলিং রেট, ১০ বিট কালার ও ব্রাইটনেস সহ বড় ৬.৮ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে পাওয়া যাবে। এই ডিসপ্লে ১৫০০ নিটস পর্যন্ত সাপোর্ট করে।
মজার বিষয় হল, জেডটিইর তৃতীয় প্রজন্মের ডিসপ্লেতে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা সেন্সর রয়েছে। এতে একটি স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন প্রসেসর রয়েছে।
ফোনটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসে। এছাড়াও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে ফোনে। সংযোগের ক্ষেত্রে, এতে এনএফসির সঙ্গে ব্লুটুথ ভি৫.২ কানেক্টিভিটি রয়েছে।