হেলিও ব্র্যান্ডটি দেশীয় ব্র্যান্ড সিম্ফনির একটি সিস্টার ব্র্যান্ড, সিম্ফনির প্যারেন্ট গ্রুপ এডিসনের অধীনে আরেকটি ব্র্যান্ড ছিলো এটি। ২০১৭-১৮ এর দিকে একদম লো বাজেটে লাইট টেল, আরেকটু হায়ার রেঞ্জে সিম্ফনি এবং মিড বাজেটে হেলিও ব্র্যান্ডিংয়ে তারা তাদের মোবাইলগুলো আনতো। হেলিও ব্র্যান্ডের স্মার্টফোনগুলো ছিলো কিছুটা প্রিমিয়াম, ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা সেগমেন্টে। ২০১৮ সালের আগস্টে পরে আর কোন ফোন রিলিজ বাজারে নিয়ে আসেনি।
সম্প্রতি সিম্ফনির অফিসিয়াল ওয়েবসাইট নতুন করে আবারও হেলিও নামে একটি ক্যাটাগরী যুক্ত হয়েছে। ধারনা করা যাচ্ছে চলতি মাসের শেষের দিকে সিম্ফনি হেলিও সিরিজের নতুন ফোন বাজারে আসতে চলেছে ।
এই মাসের শুরুর দিকে, একটি রিউমার ছড়িয়েছিল যে সিম্ফনি হেলিও সিরিজের নতুন ফোন থাকবে বেশ কিছু চমকপ্রদ ফিচার ।
তো দেখা নেয়া যাক কি কি থাকতে পারে সিম্ফনি হেলিও সিরিজের নতুন ফোনে
ধারণা করা যাচ্ছে সিম্ফনি হেলিও সিরিজের নতুন ফোনে থাকছে মিডিয়াটেক এর শক্তিশালী প্রসেসর । চলমান গুঞ্জন ও ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, সিম্ফনি হেলিও সিরিজের নতুন ফোনটিতে ৬.৫৮ইঞ্চির এলসিডি প্যানেল থাকবে, যার রেজ্যুলেশন হবে ফুল এইচডি প্লাস। ফোনটিতে ৯০হার্জ রিফ্রেশ রেট থাকবে । ৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ থাকবে এতে, এছাড়া এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়ানোর সুযোগ তো থাকছেই।
ধারণা করা যাচ্ছে ফোনের পেছনে থাকছে চারটি ক্যামেরা। ১০৮মেগাপিক্সেল এর মেইন ক্যামেরার পাশাপাশি আলট্রাওয়াইড ক্যামেরা আরেকটি ক্যামেরা থাকছে ফোনটিতে যা মেইন লেন্সকে অ্যাসিস্ট্যান্স প্রদান করবে । তবে এখনো জানা যায়নি এই সেকেন্ডারি ক্যামেরাটি ম্যাক্রো ক্যামেরা নাকি ডেপথ সেন্সর।
সিম্ফনি হেলিও সিরিজের নতুন ফোনটিতে পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে, যাতে স্থান পাবে ফোনটির ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ৫০০০মিলিএম্প এর ব্যাটারির পাশাপাশি ফাস্ট চার্জার থাকবে কিনা জানা যায়নি।
ফোনটির ৮জিবি র্যাম ও ১২৮জিবি ভ্যারিয়েন্ট এর দাম ১৬০০০ হতে পারে। চলতি মাসের শেষের দিকে ফোনটি অফিসিয়ালি মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে।