দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন এলো। ফোনটির মডেল হটওয়াভ ডব্লিউ ১০। নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে ফোনটি এক চার্জে চলবে টানা ৫০ দিন। কেননা এতে ব্যবহৃত হয়েছে ১৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।
শুধু শক্তিশালী ব্যাটারিই নয়, এই ফোনে মিলিটারি গ্রেড ফিচার্স পাওয়া যাবে।
রাগেড ডিজাইনের এই ফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চির এইচডি ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে ৭২০ x ১৬০০ পিক্সেলস রেজোলিউশন ফোনের ভিতরে রয়েছে মিডিয়াটেক হেলিও এ২২ চিপসেট।
৪ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজসহ এই ফোন পাওয়া যাবে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনে আরও ৫১২ জিবি স্টোরেজ যুক্ত করা যাবে।
ছবি তোলার জন্য এই ফোনের পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
মিলিটারি গ্রেড ডিউরাবিলিটির জন্য এই ফোনে রয়েছে এমআইএল-এসটিডি৮১০এইচ সার্টিফিকেশন। এছাড়াও রয়েছে আইপি ৬৮ ও আইপি ৬৯ কে রেটিং। বায়োমেট্রিক সুরক্ষার জন্য এই ফোনে ব্যবহার হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার।
হটওয়াভ ডব্লিউ ১০ ফোনের প্রধান আকর্ষণ এই ফোনের ব্যাটারি। এক কথায় তিনটি স্মার্টফোনে ব্যাটারি একটি ফোনের মধ্যে ভরে দিয়েছে কোম্পানি। ২৮ দিন ভিডিও দেখা যাবে এই স্মার্টফোনে। বিশাল এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট।
এক চার্জে মিলবে ১২০০ ঘণ্টা স্ট্যান্ড বাই ব্যাক আপ। অর্থাৎ ৫০ দিন চার্জ না করলেও এই ফোন বন্ধ হবে না। লোকেশন ট্র্যাকিংয়ের জন্য এই ফোনে রয়েছে জিপিএস, গ্লোনাস সাপোর্ট।
বিশাল ব্যাটারির নতুন এই স্মার্টফোনের দাম ৯৯.৯৯ মার্কিন ডলার । ধুসর ও কমলা রঙে কেনা যাবে ডিভাইসটি।