বাজার থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে অনর। সম্প্রতি এ অঞ্চল থেকে বিদায় নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চীনভিত্তিক কোম্পানিটির সিইও ঝাও মিং।
ভারতের বাজারে স্মার্টফোন ব্যবসা লাভজনক হলেও কেন বিদায় নিচ্ছে এ তথ্য নিশ্চিত করেনি অনর। স্পষ্টত বিভিন্ন বড় ব্র্যান্ডের কাছে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হওয়ায় ব্যবসা সংকোচনের দিকে এগোচ্ছে তারা।
সম্প্রতি এক সাক্ষাত্কারে অনর সিইও ঝাও মিং জানান, অন্তত আগামী কয়েক বছর গাড়ি নির্মাণে যাওয়ার পরিকল্পনা নেই তাদের।
তবে বাজার সংকোচন হলেও গ্রাহকদের কাছে রাখা অঙ্গীকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ অনর।
ব্র্যান্ডটির টুইটার অ্যাকাউন্টে সর্বশেষ পোস্ট ২০২১ সালের ২৯ মার্চ। ভারতের অন্যতম প্রধান উৎসব হোলি বা দোলযাত্রার সময় এ পোস্ট দেয়া হয়েছিল। ল্যাপটপ, স্মার্টফোন ও স্মার্টওয়াচসহ বেশ কয়েকটি পণ্য উন্মোচন করেছিল তারা।