গ্যালাক্সি এম সিরিজে নতুন স্মার্তটফোন লঞ্চ করে চলেছে স্যামসাং । শীঘ্রই লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এম৪০। ইতিমধ্যেই একটি সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। সেখানে স্যামসাং গ্যালাক্সি এম৪০ ফোনে ডুয়াল সিম আর অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের কথা উল্লেখ করা হয়েছে।
জিএসএম এরিনা ওয়েবসাইটে প্রথম এই খবর সামনে আসে। সার্টিফিকেশন ওয়েবসাইটে এসএম-এম৪০৫এফ/ডিএস মডেল নম্বরে দেখা গিয়েছে স্যামসাং গ্যালাক্সি এম৪০। এই ফোনে থাকবে ২.৫ গিগাহার্টজ ও ৫ গিগাহার্টজ ডুয়াল ব্যান্ড ওয়াইফাই।
স্যামসাং সুপার অ্যামোলেড ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৪০। এই সিরিজের টপ মডেল গ্যালাক্সি এম৩০ ফোনেও সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছিল স্যামসাং । তবে গ্যালাক্সি এম১০ আর গ্যালাক্সি এম২০ ফোনে ব্যবহার হয়েছিল এলসিডি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে কোম্পানির এক্সিনস চিপসেট। গ্যালাক্সি এম সিরিজের অন্যান্য ফোনের মতোই স্যামসাং গ্যালাক্সি এম৪০ ফোনে থাকতে পারে বিশাল ব্যাটারি।