এখনই ফোল্ডেবল স্মার্টফোন আনছে না ওয়ানপ্লাস। প্রতিদ্বন্দ্বী স্যামসাং ও হুয়াওয়ে-এর মতো ফোল্ডেবল স্মার্টফোন নয়, বরং ওয়ানপ্লাস নজর অন্য পরিকল্পনায়।
শিগগিরই ভারতীয় বাজারে স্মার্ট টিভি আনতে চলেছে ওয়ানপ্লাস। সংস্থার সিইও পিট ল্য বলেন, ‘ফোল্ডেবল ফোনে আলাদা কিছু থাকে না। অন্য স্মার্টফোনে যা থাকে, ওখানেও তাই।’
তবে স্মার্ট টিভির বাজারে কেন? ল্য জানান, এই বাজারে গত ২০ বছরে একাধিক পরিবর্তন হয়েছে। ‘টিভি স্মার্ট বানাতে গেলে, আপনার এমন সংস্থা প্রয়োজন যারা স্মার্টফোন বানাতে জানে। এক্ষেত্রে টিভির থেকে স্মার্ট শব্দের গুরুত্ব বেশি।’
২০১৮-তে স্মার্ট টিভির ব্যবসায় পা রেখেছিল ওয়ানপ্লাস।