সব ঠিকঠাক থাকলে আগামী ৭ সেপ্টেম্বর আইফোন ১৪ সিরিজের চারটি মডেল ও তিনটি নতুন মডেলের আইপ্যাড উন্মোচন করবে অ্যাপল। পাশাপাশি ৮ সিরিজের অ্যাপল ওয়াচ লঞ্চের সম্ভাবনা রয়েছে, যা বাজারে আসবে অ্যাপল ওয়াচ প্রো নামে। উন্মোচনের আগে নতুন এই ওয়াচ সম্পর্কে একটি নতুন তথ্য প্রকাশ্যে এসেছে।
শোনা যাচ্ছে, আইফোন ১৪ সিরিজের স্মার্টফোনের মতো অ্যাপল ওয়াচ প্রোতে থাকবে স্যাটেলাইট কানেক্টিভিটি, এতে ফোরজি-ফাইভজি নেটওয়ার্ক কানেকশন না থাকলেও ব্যবহারকারীরা কল বা মেসেজ এনাবেল করতে পারবেন। এ জন্য ওয়াচটিতে থাকবে লো আর্থ অরবিট স্যাটেলাইট কানেক্টিভিটি।
বলা হচ্ছে, অ্যাপেল ওয়াচ প্রো মডেলে সবচেয়ে বড় সাইজের ডিসপ্লে থাকবে। অর্থাৎ, এতদিন যত অ্যাপেল ওয়াচ বাজারে এসেছে তার থেকে নতুন অ্যাপেল ওয়াচের ডিসপ্লে সাইজ বেশি হতে চলেছে। এই ডিভাইসে থাকবে একটি ফ্ল্যাট ডিসপ্লে। ৪৭ মিলিমিটারের কেসের মধ্যে থাকতে পারে এই ফ্ল্যাট ডিসপ্লে।
উন্মোচন হতে যাওয়া অ্যাপলের নতুন সাতটি ডিভাইস হলো- আইফোন ১৪, আইফোন ১৪ মিনি, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স, আইপ্যাড ১০.২ (দশম প্রজন্ম), আইপ্যাড প্রো ১২.৯ (ষষ্ঠ প্রজন্ম) ও আইপ্যাড প্রো ১১ (চতুর্থ প্রজন্ম)।
১৬ সেপ্টেম্বর থেকে নতুন পণ্যগুলো কিনতে পারবেন গ্রাহক। আইফোন ১৪ প্রো কিনতে গুনতে হবে আগের মডেলের চেয়ে ১০০ মার্কিন ডলার বেশি, অর্থাৎ ১,১৯৯ মার্কিন ডলার। আইফোন ১৪ কিনতে খরচ করতে হবে ৭৯৯ মার্কিন ডলার। আইফোন ১৪ ম্যাক্সের দাম পড়বে ৮৯৯ মার্কিন ডলার এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সের দাম হবে ১,২৯৯ মার্কিন ডলার।