সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের স্মার্টফোন বিক্রিতে বড় আকারের ধস নেমেছে। তার সঙ্গে চীন সরকার কোম্পানিটির ওপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করায় স্থানীয় বাজারে কোম্পানিটির বিক্রি আশঙ্কাজনক হারে কমেছে। এতে যে তারা স্মার্টফোন ব্যবসা ছেড়ে দিয়েছে তেমনটা নয়। বরং এর নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ মডেল মেট ৫০ বাজারে ঝড় তুলেছে। নতুন এ ফোনের আগাম ক্রয়াদেশ ১০ লাখ ইউনিট ছাড়িয়েছে।
আমেরিকার রফতানি নীতিমালায় কিছু পরিবর্তনের কারণে অত্যাধুনিক প্রযুক্তিপণ্য আমদানি থেকে কয়েকটি বড় প্রতিষ্ঠান বাদ পড়েছে।
ফ্ল্যাগশিপ ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপ ব্যবহার করতে বাধ্য হয়েছে হুয়াওয়ে। কিন্তু প্রযুক্তিটি ফাইভজি জেনারেশনের নয়। এমনকি আসন্ন মেট ৫০ সিরিজের সেটগুলোতেও স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসরের ফোরজি প্রযুক্তি ব্যবহূত হচ্ছে।
এদিকে স্মার্টফোন ব্যবসায় ধাক্কা খাওয়ার পর কোম্পানিটি বছরে কেবল একটি সিরিজ নিয়ে আসার পরিকল্পনা করছে। তাই এ মুহূর্তে তারা মেট ৫০ সিরিজটি রিলিজ নিয়ে ব্যস্ত। ৬ সেপ্টেম্বর এ সিরিজের ফোরজি সেট নিয়ে আসছে তারা।
অবশ্য ঘোষণার আগে তারা চীনের অফিশিয়াল ওয়েবসাইট ও অন্য ই-কমার্স সাইট থেকে রিজার্ভেশন নিচ্ছে। তাদের এ রিজার্ভেশনের সংখ্যা ১০ লাখ অতিক্রম করেছে।