শক্তিশালী প্রসেসরসহ ৭ জিবি র্যামের ফাইভজি ফোন বাজারে নিয়ে এসেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান টেকনো। ফোনটির মডেল টেকনো পোভা নিও। ভারতের বাজারে চীনের তৈরি এ ফোনের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৪৯৯ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার টাকা।
টেকনো পোভা নিও ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও ৩৯৩ পিপিআই পিক্সেল ডেনসিটির ব্যবহার রয়েছে। পাঞ্চ হোল ডিজাইনের এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস ৫০০ নিটস।
টেকনোর ফাইভজি ফোনে রয়েছে ৪ জিবি র্যামের সাথে ৩ জিবি ভার্চুয়াল র্যাম। সবমিলিয়ে ৭ জিবি র্যামের পারফমেন্সে পাওয়া যাবে ফোনটিতে।
গুগলের অ্যান্ড্রয়েড ১২ চালিত ফোনটিতে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ডুয়েল ক্যামেরা। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, অপরটি এআই সেন্সর। সেলফিপ্রমীদের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের সাইটে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
মালি জি৫৭ জিপিইউসহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসরের ফোনে রয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ডিটিএস সাউন্ড সাপোর্টের টেকনো ফোনের কানেক্টিভিটিতে রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস এবং ইউএসবি টাইপ সি-পোর্ট।