৬.৫১ ইঞ্চি ডিসপ্লেসহ বাজারে এসেছে ভিভোর নতুন স্মার্টফোন। জনপ্রিয় ওয়াই সিরিজের ফোনটির মডেল ওয়াই১৬। ডিজাইন অন্যান্য ওয়াই সিরিজের ফোনের মতোই। ডিভাইসটির বাজার মূল্য ধরা হয়েছে ১২ হাজার ৪৯৯ হাজার রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার টাকা।
ভিভো ওয়াই১৬ ফোনে রয়েছে ৬.৫১ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, এইচডি প্লাস রেজুলেশনের ফোনটির রিফ্রেশ রেট ৬০ হার্জ। পাওয়ার বোতামে যুক্ত আছে সাইড-মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
ফটোগ্রাফির জন্য রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা। ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে আছে ২ মেগাপিক্সেল ইমেজিং ফ্রন্টের ম্যাক্রো ক্যামেরা সেন্সর। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
হেলিও পি৩৫ চিপসেটের ফোনটিতে রয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। অতিরিক্ত স্টোরেজের জন্য মাইক্রোএসডি কার্ড স্লটের ব্যবস্থা আছে। এছাড়া ১ জিবি ভার্চুয়াল র্যাম ব্যবহারের সুযোগ থাকবে।
গুগলের অ্যান্ড্রয়েড ১২ চালিত ফোনটিতে রয়েছে ৫ হাজার এমএএইচ ব্যাটারি। রয়েছে ১০ ওয়াটের ফাস্ট চার্জার। কানেক্টিভিটি অপশনে রয়েছে ফোরজি, ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।