৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফাইভজি ফোন বাজারে নিয়ে এনেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স, যার মডেল ইনফিনিক্স হট ২০। বর্তমানে ফোনটি ইউরোপের পাওয়া যাচ্ছে। বাংলাদেশি মুদ্রায় ফোনটি মূল্য হবে প্রায় ১৮ হাজার টাকা।
ইনফিনিক্স হট ২০ স্মার্টফোনে রয়েছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফাইভজি সমর্থিত এই ফোনে পারফরম্যান্সের জন্য রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১০.৬ কাস্টম ইউজার ইন্টারফেস।
৪ জিবি র্যামের ফোনে রয়েছে ১২৮ জিবি স্টোরজে। এছাড়া ৩ জিবি ভার্চুয়াল র্যাম ব্যবহারের সুবিধা আছে। সবমিলিয়ে ৭ জিবি র্যামের সুবিধা পাওয়া যাবে ফোনে। নিরাপত্তার জন্য ডিভাইসে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ইনফিনিক্সের নতুন ফোনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেইন১ প্রাইমারি সেন্সর এবং একটি ডেপথ সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ঝকঝকে ছবি তুলতে রয়েছে সুপার নাইট মোড, সুপার নাইট ফিল্টার, পোর্ট্রেট মোড, শর্ট-ভিডিও মোড এবং আই-ট্র্যাকিংয়ের মতো ক্যামেরা মোড।
কানেক্টিভিটির জন্য রয়েছে ডুয়াল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ভি৫.১, জিপিএস, এনএফসি, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক।
১৮ ওয়াট চার্জিং ও ৫ ওয়াট রিভার্স চার্জিং প্রযুক্তি সমর্থিত এই ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।