২০২২ সালের এপ্রিল মাস নাগাদ ওয়ালটন তাদের গেমিং ফোন লঞ্চ করে,যেটিকে তারা “গেমিং ওয়ারিয়র” বলে দাবী করছে। ওয়ালটনের এই ফোনটি হলো “ওয়ালটন প্রিমো এস এইট মিনি (Walton Primo S8 Mini)
দেশিয় ব্র্যান্ডের স্মার্টফোন নিয়ে দেশিয় মানুষদের আগ্রহ থাকে তুঙ্গে ! তাই চলুন দেখে নেওয়া যাক ওয়ালটন প্রিমো এস এইট মিনি এর একটি ছোট্টো স্পেসিফিকেশনঃ
বডি ও বিল্ড ম্যাটারিয়ালঃ
-
ফ্রন্টে গ্লাস,পেছনেও গ্লাস,সাথে প্লাস্টিক ফ্রেম
-
ওজন প্রায় ২০৫ গ্রামের মতো,মোটামোটি ভারী !
ডিসপ্লেঃ
-
৬.৫৩ ইঞ্চির একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। রেজুলেশন ২৩৪০*১০৮০ পিক্সেলস ( ফুল এইচ ডি)
-
প্রোটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে একটি রেইনবোও গ্লাস ডিসপ্লে
-
২.৫ ডি কার্ভড গ্লাস,মাল্টি টাচ সাপোর্টেড
ক্যামেরাঃ
-
পেছনে রয়েছে কোয়াড ক্যামেরা সেট-আপ !১৬+২+২+৮ মেগাপিক্সেলের মোট চারটি ক্যামেরা রয়েছে।
-
সেলফি বা ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। দাম বিবেচনায় ক্যামেরা বেস্ট !
ব্যাটারীঃ
-
৫০০০ এম এ এইচের একটি হিউজ ব্যাটারী ব্যবহার করা হয়েছে। এটি একটি নন রিমুভেবল লিথিয়াম-পলিমার ব্যাটারী।
-
সাধারণ ব্যবহারকারীদের অনায়াসে ২-১ দিন চলে যাবে
-
১৮ ওয়াটের ফাস্ট চারজিং টেকনোলজির চার্জার ব্যবহার করা হয়েছে – এই বাজেটের সেরা চার্জার !
পার্ফর্ম্যান্সঃ
-
অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এন্ড্রোয়েড ১১
-
চিপসেট – বহুল; পরিচিত কোয়ালকম স্ন্যাপড্রাগেন ৬৬৮
-
দুই ভ্যারিয়েন্টের ফোনে দুই ভ্যারিয়েন্টের র্যামঃ ৪/৬ জিবি
-
প্রসেসরঃ ২.২ গিগাহার্জ অক্টাকর প্রসেসর
-
জিপিউ – এড্রেনো ৬১০
স্টোরেজঃ
-
৬৪ জিবির একটি বড় স্টোরেজ
-
এছাড়াও রয়েছে মাইক্রো এস ডি স্লট – যেখানে ডেডিকেটেড ম্যমরী কার্ড ব্যবহার করতে পারবেন।
সিকিউরিটিঃ
-
পেছনে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
-
ফেস আনলক
সামারীঃ
ডিজাইনটি বেশ সুন্দর। ডিসপ্লেটি বেশ বড় এবং সাথে একটি প্রটেক্টর থাকবে সুতরাং ডিস্প্লে নিয়ে স্যাটিসফাইড থাকা যায়। এই বাজেটের সেরা ক্যামেরার একটি ফোন। ৫০০০ এম এ এইচের ব্যাটারী ও ১৮ ওয়াটের চার্জার সত্যি সারপ্রাইজিং! যথেষ্ট ডিসেন্ট পার্ফর্ম্যান্স !
কিন্তু ফোনটা এক হাত দিয়ে ম্যানেজ করাটা কষ্ট সাধ্য এবং যথেষ্ট ভারী – প্রায় ২০৬ গ্রাম ওজন এটির। তবে বাজেট এবং ওভার অল পার্ফর্ম্যান্স বিবেচনায় এটুকু কনসিডার করা যেতেই পারে!