অ্যামাজন স্যাটেলাইট নির্ভর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার প্রকল্প ‘প্রোজেক্ট কাইপার’-এর প্রথম দুটো প্রোটোটাইপ স্যাটেলাইট মহাকাশে যাবে ২০২৩ সালের প্রথম ভাগে।
প্রোজেক্ট কাইপারের মাধ্যমে সরাসরি স্পেসএক্সের স্টারলিংক এবং ওয়ানওয়েবের স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করেছে অ্যামাজন।
চলতি বছরের শেষ নাগাদ প্রোজেক্ট কাইপারের প্রথম স্যাটেলাইটগুলো মহাকাশে পাঠানোর পরিকল্পনা থাকলেও সে অবস্থান থেকে সরে এসেছে এ কোম্পানি। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, স্যাটেলাইট মহাকাশে পাঠানোর সময়সূচিই কেবল পেছায়নি, রকেটও পাল্টে ফেলেছে অ্যামাজন।
প্রকল্পের প্রথম দুই প্রোটোটাইপ স্যাটেলাইট কাইপারস্যাট-১ এবং কাইপারস্যাট-২ আগামী বছরের প্রথমভাগেই মহাকাশে পাঠানো হবে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যামাজন জানিয়েছে।
স্যাটেলাইটগুলো মহাকাশে বয়ে নিয়ে যাবে যুক্তরাষ্ট্রভিত্তিক রকেট নির্মাতা কোম্পানি ‘ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স (ইউএলএ)’এর ভালকান সেন্টর রকেট।