সুপার পাওয়ার সেভিং মোডসহ শক্তিশালী ব্যাটারির ফোন বাজারে নিয়ে এসেছে ফিনল্যান্ডের টেক জায়ান্ট নকিয়া, যার মডেল নকিয়া সি৩১। চীনের বাজারে সাশ্রয়ী মূল্যের ফোনটি ইতোমধ্যে উন্মোচন করা হয়েছে।
নকিয়া সি৩১ ফোনটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। বেস মডেলের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯৯ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার টাকা। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের বাজার মূল্য ৮৬৯ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১২ হাজার টাকা।
ওয়াটারড্রপ নচ ডিজাইনের ফোনটিত রয়েছে ৬.৭৪ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, যা রিফ্রেশ রেট ৬০ হার্টজ। ডিসপ্লের তুলনায় রিফ্রেশ রেট অনেকটাই কম। ইউনিসক এসসি৯৮৬৩এ১ প্রসেসরের ফোনের ডিসপ্লে রেজুলেশন ১,৬০০ বাই ৭২০ পিক্সেল। প্রসেসরে যুক্ত রয়েছে পাওয়ারভিআর জিই৮৩২২ জিপিইউ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
কমদামি ফোন হলেও ট্রিপল ক্যামেরা সেটআপ রেখেছে নকিয়া- ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেল ডেপ্থ ও একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য নকিয়া সি৩১ ফোনে রয়েছে ৫,০৫০ এমএএইচ ব্যাটারি, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্টেট। রয়েছে নিজস্ব পাওয়ার-সেভিং এবং সুপার পাওয়ার-সেভিং মোড। ব্যাটারির পাওয়ার কমে গেলেও, ভিজ্যুয়াল ডিসপ্লে এফেক্ট অ্যাডজাস্ট করে নেবে। ফলে ফোনে থাকা অ্যাপ পাওয়ার কম খরচ করবে।
নিরাপত্তার জন্য নকিয়া এই ফোনে রয়েছে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আঙ্গুলের ছাপের চিহ্ন রোধ করতে আছে একটি থ্রিডি ওয়াটার রিপল ডিজাইন।