২১০ ওয়াটের ফাস্ট চার্জিং এডাপ্টারসহ চলতি মাসে রেডমি নোট ১২ সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে আসছে চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। এই সিরিজের অধীনে চারটি ফোন উন্মোচন হবে। ফোনগুলোতে দুটি নতুন টেকনোলজি থাকবে, যা নোট সিরিজে প্রথমবারের জন্য ব্যবহার করা হবে, এমনটাই দাবি করেছে শাওমি।
শাওমি তাদের অফিসিয়াল ওয়েইবো একাউন্টে একটি টিজার পোস্টার প্রকাশ করেছে। সেখানে ফোনটি এ মাসে বাজারে আসার কথা থাকলেও নির্ধারিত তারিখ উল্লেখ করা হয়নি।
এর আগে ফোনটির একাধিক তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। সেখান থেকে জানা যায়, রেডমি নোট ১২, নোট ১২ প্রো, নোট ১২ প্রো প্লাস ও একটি স্পেশাল এডিশন থাকবে নতুন এই নোট সিরিজে। রেডমি নোট ১২ হতে যাচ্ছে বিশ্বের প্রথম স্মার্টফোন, যাতে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ চিপসেট।
সিরিজের টপ-মডেলের ফোনে ২১০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকবে। যা দিয়ে মাত্র ৮ মিনিটে ফোনটি ফুল চার্জ হবে। ধারণা করা হচ্ছে, নোট ১২ প্রো আল্ট্রা নামের স্পেশাল এডিশনে থাকবে ২১০ ওয়াট ফাস্ট চার্জার।
টিপস্টারদের বরাতে জানা যাচ্ছে, সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ রেডমি নোট ১২, নোট ১২ প্রো, নোট ১২ প্রো প্লাস ফোনে যথাক্রমে ৬৭ ওয়াট, ১২০ ওয়াট ও ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকবে।
ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। এছাড়া ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার ফোনটিতে থাকতে পারে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।