শক্তিশালী প্রসেসরসহ ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার নতুন ফোন নিয়ে এসেছে মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা। মোটোরোলা রজার ২২ মডেলের ফোনটি ইউরোপের বাজারে উন্মোচন করা হয়েছে। শুধুমাত্র স্যাটিন ব্ল্যাক কালারে কেনা যাবে ফোনটি।
মোটোরোলা রজার ২২ ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। লো লাইটে ভালো ছবি তুলতে প্রাইমারি ক্যামেরার সাথে রয়েছে মোটোরোলার আল্ট্রা পিক্সেল প্রযুক্তির সাপোর্ট। ফোনটি দিয়ে ৮কে ভিডিও ধারণ করা যাবে।
৬.৭ ইঞ্চি পি-ওলেড ডিসপ্লের ফোনটি ফোল্ড করা যায়, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস রেজুলেশন সাপোর্টেট। এছাড়াও এতে এইচডিআর১০ প্লাস এবং ১০০ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামট রয়েছে। ডিভাইসটির ব্যাক প্যানেলে রয়েছে ২.৭ ইঞ্চি ওলেড কুইক ভিউ ডিসপ্লে।
মোটোরোলা রজার ২২ ফোনে ফ্লেক্স ভিউ সাপোর্ট করে, যার মাধ্যমে ছবি তুলার সময় এটিকে বিল্ট-ইন ট্রাইপড হিসেবে বিভিন্ন অ্যাঙ্গেলে ফোল্ড করা যাবে। ডিভাইসটিতে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট। ৮ জিবি র্যামে ফোনে থাকছে ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে শক্তিশালী ৩,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ইউএসবি-সি পোর্টের মাধ্যমে ৩০ ওয়াট টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট করে। এই ফোল্ডেবল ফোনে নিরাপত্তার জন্য সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।
ফোনটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১১৯৯ ইউরো, বাংলাদেশি মুৃদ্রায় প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা।