গুগলের পিক্সেল ৭ প্রো স্মার্টফোনকে পেছনে ফেলে সেরা ক্যামেরা ফোনের তকমা পেল হুয়াওয়ের মেট ৫০ প্রো। স্মার্টফোনের ক্যামেরা রেটিং ওয়েবসাইট ডিএক্সও মার্কের তালিকায় এখন শীর্ষে হুয়াওয়ের এই নতুন ফোন।
সম্প্রতি ডিএক্সও মার্কের পরিচালিত স্মার্টফোন ক্যামেরা টেস্টে হুয়াওয়ে মেট ৫০ প্রো স্মার্টফোনটি ১৪৯ পয়েন্ট পেয়ে প্রথম স্থানে রয়েছে। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে গুগলের সর্বশেষ স্মার্টফোন পিক্সেল ৭ প্রো ও অনর ম্যাজিক ৪ আল্টিমেট। তাদের পয়েন্ট সমান, ১৪৭। সদ্য বাজারে আসা অ্যাপলের আইফোন ১৪ প্রো ম্যাক্স ১৪৬ পয়েন্ট পেয়ে চতুর্থ অবস্থানে, একই সিরিজের আইফোন ১৪ প্রোর অবস্থান পঞ্চমে।
হুয়াওয়ে মেট ৫০ প্রো ফোনের ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৬৪ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ১৩ মেগাপিক্সেল শুটার ক্যামেরা। তিনটি রিয়ার ক্যামেরাতেই অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, ৩.৫ এক্স অপটিক্যাল জুম এবং ভ্যারিয়েবল অ্যাপারচার টেকনোলজির মতো উন্নত ফিচার রয়েছে।
ডিএক্সও মার্কের ভাষ্যমতে, হুয়াওয়ের মেট ৫০ প্রো আরামপ্রদ কালার রিপ্রোডাকশন করে ও ফোনটির বোকেহ দেখতে বেশ ভালো। হাই ম্যাগনিফিকেশনেও ফোনটি ভালো ডিটেইলস ধরে রাখতে পারে।
এছাড়া ফোনটির অসাধারণ অটো-ফোকাস ও ওয়েল-কন্ট্রোলড ফিচার ফোনটিকে আলাদা করেছে। ছবি ও ভিডিও উভয় মোডে ফোনটির ক্যামেরা ওয়াইড ডায়নামিক রেঞ্জ প্রডিউস করতে সক্ষম।