গুগল পিক্সেল সেভেন সিরিজের স্মার্টফোন বাজারে এসেছে অল্প কয়েকদিন হলো। এ সিরিজের ফোনগুলোয় গুগল তাদের নিজস্ব টেনসর জি২ প্রসেসর ব্যবহার করেছে। তবে প্রসেসরটির পরবর্তী ভার্সন উৎপাদনের ব্যাপারে স্যামসাংয়ের সঙ্গে চুক্তি হয়েছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে গুগলের টেনসর জি৩ প্রসেসর তৈরিতে স্যামসাংয়ের সহযোগিতা নেয়া হবে। আসন্ন প্রসেসরটির কোড নেম দেয়া হয়েছে জুমা।