বাজারে আসছে ভার্চুয়াল র্যাম প্রযুক্তিতে স্যামসাংয়ের এম সিরিজের নতুন ফোন গ্যালাক্সি এম০৪। ইতোমধ্যে ডিভাইসটি গুগল প্লে কনসোলের তালিকায় স্থান পেয়েছে। স্যামসাংয়ের নতুন এই ডিভাইসটি গ্যালাক্সি এম০৩-এর উত্তরসূরি।
নতুন এই ফোনের ছবিও শেয়ার করেছে স্যামসাং। ছবিতে দেখা যায়, গ্যালাক্সি এম০৪ স্মার্টফোনে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে এবং ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা রয়েছে।
মিন্ট গ্রিন কালারের ডিভাইসটিতে সম্ভবত ৮ জিবি র্যাম ব্যবহারের সুবিধা থাকবে। মূল র্যাম ৩ জিবি, ভার্চুয়াল র্যাম ৫ জিবি।
এর আগের এক প্রতিবেদনে জানা যায়, নতুন এই ফোনে থাকবে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে গুগলের অ্যান্ড্রয়েড ১২।
ফোনের রিয়ার ক্যামেরায় থাকবে ডুয়াল সেটআপ- ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফির জন্য থাকবে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া পাওয়ার ব্যাকআপে থাকবে স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিংসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।
ফোনের সঠিক দাম জানা না গেলেও বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে এর বাজার মূল্য হতে পারে ৮ হাজার ৯৯৯ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার টাকা।