এন্ট্রি-লেভেলের স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে স্যামসাং। যার মডেল স্যামসাং গ্যালাক্সি এম০৪। ২ বছরের ওএস আপডেট মিলবে। বড় আকারের ব্যাটারি, ভার্চুয়াল র্যাম এবং ফেস আনলক প্রযুক্তি রয়েছে স্যামসাংয়ের নতুন এই ফোনে। ফোনের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৯৯৯ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার টাকা।
ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ডুয়েল ক্যামেরা সেটআপ। ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
স্যামসাংয়ের নতুন ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস পিএলএস এলসিডি ডিসপ্লে। যার রেজুলেশন ৭২০ বাই ১৬০০ পিক্সেল। পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর।
এতে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি রম রয়েছে। পাশাপাশি রয়েছে ৪ জিবি ভার্চুয়াল র্যাম। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি বাড়িয়ে নেওয়া যাবে।
গ্যালাক্সি এম-সিরিজ এই ফোন থাকছে অ্যান্ড্রয়েড ১২-ভিত্তিক ওয়ানইউআই কাস্টম স্কিন।
নিরাপত্তার জন্য এন্ট্রি-লেভেলের এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পরিবর্তে ফেস আনলকের মতো বায়োমেট্রিক রিকগনিশন ফিচার থাকছে। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।