আগামী বছরের শুরুতে স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের গ্যালাক্সি এস২৩ আলট্রা মডেল বাজারে আসতে যাচ্ছে। টিপস্টার আইস ইউনিভার্সের দাবি, স্যামসাং নতুন এই ফোনে ৩০এফপিএস ফ্রেম রেটে ৮কে ভিডিও ধারণের সুবিধা দেবে। গ্যালাক্সি এস২০, গ্যালাক্সি এস২১ এবং গ্যালাক্সি এস২২ সিরিজ ২৪এফপিএসে ৮কে ভিডিও ধারণ করা গেলেও গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনে আরও সাবলীলভাবে ৮কে ভিডিও ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা।
টিপস্টার দাবি করে, গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকবে। এরই মধ্যে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারে এনেছে শাওমি। বলা হচ্ছে, শাওমি থেকে স্যামসাংয়ের এই ক্যামেরা অনেকটা এগিয়ে থাকবে। এর মাধ্যমে কম আলোতে দুর্দান্ত ছবি তোলা সম্ভব হবে। পাশাপাশি রাতের অন্ধকারে ভালো ভিডিও করা যাবে।
তথ্য অনুসারে, এস২৩ আল্ট্রায় থাকবে ৬.৮ ইঞ্চি কিউএইচডি প্লাস ডিসপ্লে। ফোনটির ডিসপ্লেতে ফাস্টার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। আরও থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন ২ প্রসেসর।
গ্যালাক্সি এস২৩ সিরিজের অন্যান্য বেস মডেলের ফোনে থাকবে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট সুবিধাসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। পাশাপাশি থাকবে ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর এবং একটি ১০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর।