প্রযুক্তিপ্রেমীদের পছন্দের তালিকায় প্রথমেই থাকবে অ্যাপলের আইফোন। নতুন আইফোন উন্মোচনের দিনক্ষণ সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। নতুন ফিচার হিসেবে কি থাকছে, ক্যামারার পিক্সেল কেমন- এসব তথ্য আগেভাগে জানা গেলেও হার্ডওয়্যারের বিস্তারিত তথ্য প্রকাশ করে না অ্যাপল। এতদসত্ত্বেও এবার জানা গেল আইফোনের ক্যামেরা সেন্সর কোন প্রতিষ্ঠান সরবরাহ করে থাকে।
অ্যাপলের সিইও টিম কুক এক টুইটে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন, অ্যাপলকে অন্তত এক দশক ধরে আইফোনের জন্য ক্যামেরা সেন্সর সরবরাহ করছে সনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ছবি শেয়ার করেছেন টিম কুক, যেখানে সনির কারখানায় কোম্পানির সিইও কেনিচিরো ইয়োশিদার সাথে তাকে দেখা গেছে।
কুকের টুইটটি ছিল এমন, আইফোনের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় ক্যামেরা সেন্সর তৈরি করতে আমরা এক দশকেরও বেশি সময় ধরে সনির সাথে অংশীদারিত্বে কাজ করছি। ক্যামেরার অত্যাধুনিক সুবিধা আমাকে দেখানোর জন্য সনির সবাইকে ধন্যবাদ।
এদিকে পরবর্তী প্রজন্মের আইফোন ১৫ মডেল তৈরির প্রস্তুতি নিয়েছে অ্যাপল। জানা গেছে, এই ফোনের ক্যামেরায় থাকবে জাপানি সনির নতুন ক্যামেরা লেন্স। অত্যধিক ক্যামেরা সেন্সর সনির নাগাসাকি কারখানায় উৎপাদন হওয়ার কথা রয়েছে।
জাপানে প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা যায়, অ্যাপলের পরবর্তী আইফোনের এই অ্যাডভান্সড ক্যামেরা সেন্সর ব্যবহার হতে পারে। এই সেন্সরের প্রত্যেকটি পিক্সেলের স্যাচুরেশন সিগন্যাল লেভেল সাধারণ সেন্সরের থেকে দ্বিগুণ। যা ছবির ওভার এক্সপোজ অথবা অন্ডারএক্সপোজ হওয়ার সম্ভাবনা কমাবে। ফলে আলোর বিপরীতে দাঁড়িয়ে ছবি তুললেও অবিশ্বাস্য ডিটেল পাওয়া যাবে।
২০২১ সালে বিশ্বব্যাপী সব সিমস সেন্সরের ৪৪ শতাংশ সনির দখলে ছিল। দ্বিতীয় স্থানে ছিল স্যামসাং, ১৮.৫ শতাংশ।