রান্নাবান্না, ঘর-বাড়ি পরিষ্কার থেকে শুরু করে ঘরকন্নার সবাই করতে পারে। এমনটি বাজাতে পারে ড্রামও। বলা হচ্ছে শাওমির উদ্ভাবিত হিউমানয়েড রোবটের কথা।
রোবটটির উদ্ভাবকদের দাবি, প্যাডেল-যুক্ত ড্রাম বাজানোর ক্ষেত্রে সম্পূর্ণ শরীরকেই একটি নির্দিষ্ট ছন্দে বেঁধে ফেলতে হবে এই রোবট।
এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। রোবটির প্রোটোটাইপ সম্প্রতি প্রকাশ্যে এনেছে শাওমি।
শাওমি বলছে, সাইবারওয়ান নামের এই রোবট ড্রাম বাজাতে পারে, তবে মানুষের সৃষ্টিশীলতাকে ছুঁতে যে এর এখনও অনেক দেরি।
এই রোবোটিক প্রজেক্টের দায়িত্বে থাকা কমকর্তারা বলছেন, ‘মানুষ ভিন্ন-ভিন্ন ভূমিকায় রোবটদের দেখতে চায়। আর তাই-ই আমাদের এই প্রচেষ্টা।’
শুধু সাধারণ ড্রাম না, প্যাডেল-চালিত ড্রামও বাজাতে সক্ষম এই রোবট।
বিজ্ঞানীদের মতে, প্যাডেল-যুক্ত ড্রাম বাজানোর ক্ষেত্রে সম্পূর্ণ শরীরকেই একটি নির্দিষ্ট ছন্দে বেঁধে ফেলতে হবে সাইবারওয়ানকে।
রোবটটি নিয়ে তাদের ভাষ্য, আপাতত এই রোবট আমাদের সফটওয়্যার ও হার্ডওয়্যারের সীমা নির্ধারণে সহায়তা করবে। আগামীতে আর কোন-কোন বাদ্যযন্ত্র বাজাতে পারবে পরবর্তী প্রজন্মের সাইবারওয়ান, অবশ্যই তা আমরা ভেবে দেখব’।