একবার চার্জে ২৪ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দেবে বাজারে আসা স্যামসাংয়ের নতুন ফোন, যার মডেল স্যামসাং গ্যালাক্সি এ০৪। প্রথমবারের মতো এত কমদামে একাধিক সুবিধার ফোন নিয়ে এসেছে স্যামসাং।
স্যামসাংয়ে নতুন এই ফোনে রয়েছে মিডিয়াটেকের হেলিও পি৩৫ প্রসেসর। ৪ জিবি র্যামের এই ফোনে ব্যবহার করা হয়েছে ১২৮ জিবি রম। সঙ্গে অতিরিক্ত ৪ জিবি ভার্চুয়াল র্যাম ব্যবহারের সুযোগ আছে।
রয়েছে ৬.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। গুগলের অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের ওয়ান কোর ৪.১ স্কিন রান করবে এই ফোন।
ডুয়েল ক্যামেরার এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে একটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফির জন্য থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
৫ হাজার এমএএইচ ব্যাটারি ও অ্যাডাপটিভ ব্যাটারি সেভিং মোড ব্যবহার করা হয়েছে এই ফোনে। কোম্পানির দাবি, এক চার্জে সারাদিন চলবে কোম্পানির এই নতুন বাজেট ফোন।
ফোনের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার টাকা।