লন্ডনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান নাথিং তাদের প্রথম স্মার্টফোন নাথিং ফোন-১ উন্মোচন করেছে চলতি বছরের এপ্রিলে। ওয়ানপ্লাসের সাবেক সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই নাথিং ফোনের প্রধানের দায়িত্বে আছেন। আর এ জন্যই ফোনটি ঘিরে বাড়তি উন্মাদনা। প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ফোন। মিডরেঞ্জের এই ফোন বিনামূল্যে জিতে নেওয়ার সুযোগ দিয়েছেন কোম্পানির প্রতিষ্ঠাতা কার্ল পেই।
টুইটারে এক পোস্টে নাথিং প্রধান জানিয়েছে, তার পোস্টের যে রিপ্লাইতে সবথেকে বেশি লাইক আসবে এর মধ্যে থেকে বেশ কয়েকজন ব্যক্তিকে নাথিং ফোন-১ বিনামূল্যে দেওয়া হবে।
বিশ্বের প্রথম ট্রান্সপারেন্ট ফোন নাথিং- ফোনটির ভেতরে কি রয়েছে তা বাহির থেকেই দেখা যায়। এ জন্য ব্যবহার করা হয়েছে ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল।
ডুয়েল ন্যানো সিমের নাথিং ফোন ১-এ রয়েছে ১২০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষাসহ ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে। রেজুলেশনের ১০৮০ বাই ২৪০০ পিক্সেল। ডিভাইসটির ব্যাক প্যানেলেও কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা থাকছে।
অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে পরিচালিত ডিভাইসটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস। যার সাথে ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ সুবিধা আছে।
ফটোগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে দুটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর সহ ডুয়েল-ক্যামেরা সেটআপ রয়েছে। প্রথমটি এফ/১.৮৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ সেন্সর, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন সুবিধা দিয়ে থাকে। আর দ্বিতীয়টি এফ/২.২ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জেএন১ আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন, ১১৪ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সুবিধা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনটির সামনে এফ/২.৪৫ অ্যাপারচারসহ ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৪৭১ ক্যামেরা সেন্সর রয়েছে।
ফোনটিতে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ ১৫ ওয়াট কিউআই ওয়্যারলেস চার্জিং সৃুবিধা। এতে ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্টসহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টির দাম বাংলাদেশি মুদ্রায় ৩৯ হাজার টাকা।