অ্যাপলের তৈরি প্রথম কম্পিউটার ‘অ্যাপল-১’। অ্যাপল কম্পিউটারের দুই প্রতিষ্ঠাতা স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের হাতে তৈরি কম্পিউটারের নিলাম হয়েছে বেশ কয়েকবার। এবার স্টিভ জবসের হাতে লেখা নম্বরযুক্ত সচল ‘অ্যাপল-১’ কম্পিউটার নিলামে উঠেছে।
নিলামে কম্পিউটারটি পৌনে ৪ লাখ মার্কিন ডলার উঠতে পারে বলে ধারণা করেছিল যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক নিলাম প্রতিষ্ঠান আরআর অকশন। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত করে ৪ লাখ ৪২ হাজার ১১৮ মার্কিন ডলারে বিক্রি হয়েছে কম্পিউটারটি। বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৪ কোটি টাকা।
স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াক ১৯৭৬ সালে প্রায় ২০০ অ্যাপল-১ তৈরি করেছিলেন। তা থেকেই একটি নিলামে তোলা হয়।
এক সাক্ষাৎকারে স্টিভ ওজনিয়াক বলেছিলেন, আমরা ২৫টি কম্পিউটার ছাড়া বাকি সব বিক্রি করতে পেরেছিলাম।
অ্যাপল-১ কম্পিউটারগুলোর দাম প্রথমে নির্ধারণ করা হয়েছিল ৬৬৬ ডলার। ১৯৭৭ সালে অবশ্য দাম কমিয়ে আনা হয়। সে বছরই অ্যাপল-২ কম্পিউটার বাজারে আসলে অক্টোবরে অ্যাপল-১ এর উৎপাদন আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
স্টিভ ও ওজনিয়াক বিক্রি হওয়া কম্পিউটারগুলো ফেরত পেতে অ্যাপল-১ মালিকদেরকে ডিসকাউন্ট ও অদল বদলের অফার দেন। এরমধ্যে বর্তমানে অক্ষত আছে অর্ধেকেরও কম।