নতুন বছরের শুরুতেই কমদামি ফোন বাজারে নিয়ে এসেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। মডেল ভিভো ওয়াই৫৩টি। শক্তিশালী প্রসেসর, এলসিডি ডিসপ্লেসহ একাধিক ফিচার রয়েছে এতে।
ভিভোর নতুন এই ফোনে রয়েছে ডিউ ড্রপ নচসহ ৬.৫১ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, যা ১,৬০০ বাই ৭২০ পিক্সেলের এইচডি প্লাস রেজুলেশনের। এতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট, যা ৪ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ যুক্ত। আছে গুগলের অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিনওএস ওশান কাস্টম স্কিন।
ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
এই ফোনে আরও থাকছে ডুয়েল সিম, ৫জি সংযোগ, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.১, জিএনএসএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। পাশাপাশি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও অন্তর্ভুক্ত রয়েছে।
অরেঞ্জ ফ্রুট এবং ব্ল্যাক ট্রাফল কালারের এই ফোনের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার টাকা।