নতুন বছরে বাজারে গ্যালাক্সি এস২৩ সিরিজের ডিভাইস উন্মোচনের অপেক্ষায় স্যামসাং। তবে ডিভাইস বাজারে আসার আগেই এর ছবি ফাঁস হয়ে গেছে। জার্মানির একটি সাইট উইনফিউচার এ ছবি প্রকাশ করেছে। খবর দ্য ভার্জ।
ফাঁস করা ছবিতে এস২৩ সিরিজের বিভিন্ন ডিভাইসের নকশা বা ডিজাইনের তথ্যের পাশাপাশি রঙের বিষয়েও জানা গেছে।
উইনফিচারের রোলান্ড কোয়ান্ডটের তথ্যানুযায়ী, নতুন সিরিজের ডিভাইসগুলো আগের কোনো মডেলের ভিত্তিতে ভক্তের তৈরি কোনো ছবি নয়। বরং স্যামসাংয়ের বাণিজ্যিক প্রচারণার আনুষ্ঠানিক ছবি। এস২৩ সিরিজের ডিভাইসগুলো আরো ভালোভাবে দেখার জন্য উইনফিউচারের প্রতিবেদনে তালিকাভুক্ত অন্যান্য ছবি দেখার কথাও জানানো হয়েছে।
বাজারজাতের পর চারটি রঙে ডিভাইসটি পাওয়া যাবে। এগুলো হলো কালো, সাদা, সবুজ ও গোলাপি। যে ছবি ফাঁস হয়েছে সেখানে থাকা তথ্য সত্য প্রমাণিত হলে আগের গ্যালাক্সি এস২২-এর মতো নতুন সিরিজেও ক্যামেরা আইল্যান্ড ফিচারটি থাকবে না। ফলে তিনটি ক্যামেরা আলাদাভাবে বসানো থাকবে। ডিভাইসটির বৈশিষ্ট্যের বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানা যায়নি।
প্রযুক্তিবিদদের অনুমান নতুন এস২৩ সিরিজের ডিভাইসে তুলনামূলক উজ্জ্বল ওলেড ডিসপ্লে, হাই রেজল্যুশনের ক্যামেরা সেন্সর, কম আলোয় ভালো কার্যকারিতার সুবিধা ও কোয়ালকমের সর্বশেষ ফ্ল্যাগশিপ দ্বিতীয় প্রজন্মের প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ থাকতে পারে। কোন দেশের বাজারে ডিভাইসটি প্রথম আসবে সে বিষয়েও কিছু জানা যায়নি।