নিজেদের তৈরি এম২ প্রো ও এম২ ম্যাক্স চিপ দিয়ে তৈরি নতুন মডেলের ম্যাকবুক উন্মুক্ত করেছে অ্যাপল। এম২ প্রো প্রসেসরে চলা ম্যাকবুক প্রো মডেলের দাম শুরু হয়েছে ৫৯৯ ডলার থেকে এবং এম২ ম্যাক্স চিপ দিয়ে তৈরি ম্যাকবুকটির দাম শুরু হয়েছে ১ হাজার ২৯৯ ডলার থেকে। ২৪ জানুয়ারি থেকে ম্যাকবুকগুলো বাজারজাত শুরু হবে। তবে ক্রেতারা চাইলেই অগ্রিম ফরমাশ দিতে পারবেন।
এম২ প্রো চিপে চলা ম্যাকবুকটিতে ৮ কোর সিপিউ, ১০ কোর জিপিউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট), ৮ গিগাবাইট র্যাম এবং ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। অপর দিকে এম২ ম্যাক্স চিপে চলা ম্যাকবুকে রয়েছে ১০ কোর সিপিউ, ১৬ কোর জিপিউসহ ১৬ গিগাবাইট র্যাম এবং ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা। ১৪ এবং ১৫ ইঞ্চি পর্দার ম্যাকবুকগুলোতে থান্ডারবোল্ট ৪ পোর্টের পাশাপাশি একটি করে ইউএসবি এবং এইচডিএমআই পোর্ট রয়েছে।
অ্যাপলের তথ্যমতে, নতুন মডেলের ম্যাকবুক আগের যেকোনো সংস্করণের তুলনায় ছয় গুণ দ্রুত কাজ করায় গেমসের পাশাপাশি ফটোশপের মতো গ্রাফিকস সফটওয়্যারগুলো স্বচ্ছন্দে ব্যবহার করা যাবে। শুধু তা–ই নয়, সর্বাধুনিক ওয়্যারলেস নেটওয়ার্কিং স্টান্ডার্ড ‘ওয়াই-ফাই ৬ ই’ প্রযুক্তি থাকায় দ্রুতগতির ইন্টারনেটও ব্যবহার করা যাবে।
উল্লেখ, প্রতিবছর মার্চে নতুন পণ্য উন্মোচন করে থাকে অ্যাপল। এবার হঠাৎ বছরের শুরুতেই নতুন ম্যাকবুক আনল অ্যাপল।