রবিশপ ডটকমে ডিসকাউন্টে নকিয়া জি ২০ বিক্রি হচ্ছে ১৩ হাজার ৪৯৯ টাকায়। ফোনটির আগের দাম ১৬ হাজার ৯৯৯ টাকা।
ফোনটিতে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ রয়েছে। এতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫ মডেলের প্রসেসর। অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম চালিত এই নকিয়া ফোনে ৬.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। অপারেটিং সিস্টেম আগামী দুই বছর আপগ্রেড হবে। অর্থাৎ অ্যানড্রয়েড ১৩ পর্যন্ত আপডেট নেবে নকিয়ার এই হ্যান্ডসেট।
নকিয়া জি ২০ মডেলে ৫০৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়েছে ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবাল। এই প্রতিষ্ঠান বর্তমানে নকিয়া ফোন উৎপাদন ও বাজারজাত করে। দেশে নকিয়া বাংলাদেশ নামে অফিস খুলে নকিয়া ফোন বাজারজাত করছে। শক্তিশালী এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ১০ ওয়াটের অ্যাডাপ্টর দেওয়া হয়েছে।
ডুয়েল ন্যানো সিমের এই ফোনের পেছনে চারটি ক্যামেরা দিয়েছে নকিয়া। ক্যামেরা মডিউল বৃত্তাকার। এই মডিউলে চারটি ক্যামেরা ক্যামেরা লেন্স বসানো আছে। ঠিক তার নিচেই আছে একটি ফ্ল্যাশগান। নিরাপত্তার জন্য এতে সাইড মাউন্ডেট ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে নকিয়া। যা পাওয়ার বাটনেই উপলব্দ।
রিয়ার ক্যামেরা সেটাপে পাবেন ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। এই ক্যামেরার অ্যাপারচার এফ/১.৮। এতে ফেইস ডিটেকশন অটোফোকাস প্রযুক্তি রয়েছে। এছাড়াও আছে ৫ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো এবং আরও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। যার সমন্বয় চমৎকার ছবি উঠবে। রিয়ার ক্যামেরায়গুলোয় বিশেষ ফিচার হিসেবে আছে এইচডিআর এবং প্যানারোমা।
ফোনটির ক্যামেরা দিয়ে ৩০ ফ্রেম পার সেকেন্ডে ভিডিও ধারণা করা যাবে। এতে ফুল এইচডি মানের ভিডিও করা যাবে। সেলফির জন্য সামনে আছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সেলফি ক্যামেরাও ফুল এইচডি মানের ভিডিও করা যাবে।
কানেক্টিভিটির জন্য আছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এক্সিলারোমিটার, গ্লোনাস বিডিএস। এতে এনএফসি, এফএম রেডিও, ইউএসবি টাইপ সি পোর্ট এবং ওটিজি সাপোর্ট রয়েছে। গ্লাসিয়া এবং নাইট এই দুইটির রঙে নকিয়া জি২০ ফোনটি কেনা যাবে। ফোনটি কিনতে এই লিংকে ক্লিক করুন।