বিগত ৯ বছর ধরে চীনা প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের বাজারে দাপটের সাথে ব্যবসা করছে। ভারতের বাজারে শাওমি সেরা অবস্থানে থাকার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মনু কুমার জৈন। শাওমির ইন্ডিয়ার প্রধান হিসেবে শুরু থেকেই দায়িত্ব পালন করেছেন তিনি। এবার সেই দীর্ঘ পথ চলার ইতি টানলেন মনু কুমার। শাওমি গ্রুপের চাকরি ছাড়লেন তিনি।
এক টুইট পোস্টে জৈন বলেন, ৯ বছরে ধরে যে ভালোবাসা পেয়েছি তাতে বিদায় নেওয়ার সিদ্ধান্ত বেশ কঠিন। কিন্তু পরিবর্তনই জীবনের একমাত্র ধ্রুবক। তাই এই যাত্রার সমাপ্তি ঘটিয়ে নতুন কিছু শুরু করতে চাইছি।
বিগত কয়েক মাস ধরেই ভারতে ব্যবসা করতে গিয়ে নানা সমস্যায় পড়েছে শাওমি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই চীনা সংস্থার ওপর নজরদারি চালাচ্ছে। এর ফলে শাওমি কিছুটা চাপেই আছে। আর ঠিক এরকম সময়ে শাওমি গ্রুপ থেকে পদত্যাগ করলেন মনু কুমার জৈন।
মনু কুমার শাওমি ইন্ডিয়ার একেবারে শুরু থেকেই ছিলেন। শত শত স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে থেকে শাওমিকে একটি বিশ্বস্ত ব্র্যান্ডে পরিণত করা ছিল তার লক্ষ্য। আর এই যাত্রায় তিনি সফলও হয়েছেন।