গতবছরের ডিসেম্বরে চীনের বাজারে এসেছিল অপো ফাইন্ড এন২ ফ্লিপ। এবার এই ফোনটি আন্তর্জাতিক বাজারে আসছে। সম্প্রতি গিকবেঞ্চ ওয়েবসাইটে এই ফোনের গ্লোবাল ভেরিয়েন্ট দেখা গেছে। ফেব্রুয়ারিতেই ফোনটির বিক্রি শুরু হবে।
চীনে লঞ্চ হওয়ার কারণে ইতিমধ্যেই এই ফোল্ডিং ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। কী কী থাকছে এই ফোনে?
অপো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনটিতে দুইটি ডিসপ্লে রয়েছে। এর প্রাইমারি ডিসপ্লেতে রয়েছে একটি ফুল এইচডি প্লাস ফোল্ডিং অ্যামোলিড ডিসপ্লে। এই ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট ও ২৪০ টাচ স্যামপ্লিং রেট থাকছে।
সর্বোচ্চ ১২০০ নিটস ব্রাইটনেস পাওয়া যাবে। এই মোবাইল অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ওপরে চলবে কালারওএস ১৩ স্ক্রিন।
এই ফোনে ৩.৬২ ইঞ্চির কভার স্ক্রিন। এই ডিসপ্লেতে ৩৮২x৭২০ পিক্সেলস রেজুলেশন থাকছে। সেখানে পাবেন ২৫০ পিপিআই পিক্সেল ডেনসিটি।
যদিও প্রাইমারি ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকলেও বাইরের কভার ডিসপ্লেতে থাকছে ৬০ হার্জ রিফ্রেশ রেট।
এই ফোনে ১৬ এলডিডিআর৫ র্যাম দিয়েছে অপো। থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি ৯০০০ প্লাস চিপসেট ও ৫১২ জিবি স্টোরেজ।
অপো ফোল্ডিং ফোনের পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। সঙ্গে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটিতে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে অপো। এই ক্যামেরায় ৯০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ পাওয়া যাবে।
অপো ফাইন্ড এন২ ফ্লিপ রয়েছে ৪৩০০ ডুয়াল সেল ব্যাটারি। সঙ্গে ৪৪ ওয়াটের সুপার ভোক চার্জিং সাপোর্ট দিয়েছে চীনা সংস্থাটি। এই ফোনের ওজন ১৯১ গ্রাম।