আপনি যদি সাশ্রয়ী দামে সেরা মানের গেমিং ফোন খুঁজে থাকেন তবে আপনার প্রথম পছন্দ হতে পারে আসুস আরওজি ৬ মডেলটি।গেমিং দুনিয়ায় ঝড় তুলতে সম্প্রতি বাজারে এসেছে আসুস আরজি ফোন ৬। গেমিং পারফরম্যান্স ছাড়াও ক্যামেরা, ব্যাটারি ও ডিসপ্লের কনফিগারেশনেও এই ফোন দুর্দান্ত। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেনারেশন ১ প্রসেসর দেওয়া হয়েছে। ব্যাকআপের জন্য আছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজে এই ডিভাইসটি পাওয়া যাবে।
এই ফোনে রয়েছে মাচো ডিজাইন, যা যে কোনও গেমারের মন জয় করে নেবে। এই ফোনে দুইটি ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে যা দ্রুত চার্জ করতে সাহায্য করবে।ফোনের পেছনে রয়েছে আরজিবি লাইট। ফোনের পিছনে তিনটি ক্যামেরার সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। ভলিউম ও পাওয়ার বাটন ছাড়াও এই ফোনে গেমিংয়ের জন্য একাধিক বাটন রয়েছে। আসুসের এই গেমিং ফোনে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেতে রয়েছে ১৬৫ হার্জ রিফ্রেশ রেট ও ৭২০ হার্জ টাচ স্যাম্পলিং রেট। মাত্র ২৩ এমএস ল্যাটেন্সি পাবেন গেমাররা।
আসুস আরজি ফোন রয়েছে ১২ জিবি র্যাম ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে। ফোনটি চলবে অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে। ইনটেন্স গেমিংয়ের সময় প্রসেসর ঠান্ডা রাখতে রয়েছে বিশেষ কুলিং সিস্টেম। সব সময় ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে প্রসেসরের তাপমাত্রা। গেম খেলার জন্য এই ফোনে রয়েছে স্টিরিও স্পিকার।
এই ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় শক্তিশালী সেন্সর ব্যবহার হয়েছে। রয়েছে নাইট মোড ও পোট্রেট মোড। এই মোডগুলোতে ছবি তুললে কোনও নয়েস দেখা যাবে না। থাকছে ৮কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট। দিনের আলোতে এই ফোনের ক্যামেরা খুব ভালো ছবি তুলবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য এই ক্যামেরায় ভালো সেলফি তোলা যাবে।