সবচেয়ে দ্রুতগতির চার্জিং প্রযুক্তির স্মার্টফোন বাজারে এলো। এই ফোন এনেছে রিয়েলমি। মডেল জিটি নিও ৫। চীনের এই হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান দাব করছে এই ফোন মাত্র ১০ মিনিটেই ফুল চার্জ হবে।
রিয়েলমি দাবি করছে এই ফোন এতটাই দ্রুত চার্জ হবে যে চার্জে বসিয়ে পাশ ফিরতে না ফিরতেই ফুল চার্জ হয়ে যাবে। মাত্র ১০ মিনিনেই রিয়েমি জিটি নিও ৫ মডেলের ফোন ১০০ শতাংশ চার্জ হবে।
ফোনটিতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ১৫০ ওয়াটের সুপার ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। ডিভাইসটির একটি ভার্সন পাওয়া যাবে ৪৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিতে। এই ভার্সনটিতে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
রিয়েলমি জিটি নিও ৫ মডেলে লার্জ ক্যামেরা প্যানেলের পাশাপাশি এলইডি লাইটিংয়ের জন্য ক্যামেরা সিস্টেমের ডানদিকে একটি ট্রান্সপারেন্ট উইনডো রাখা হয়েছে। ওই উইনডোটি হ্যালো এলইডি লাইটিং দিয়ে ঘেরা থাকবে।
ব্ল্যাক, হোয়াইট এবং পার্পেল এই তিন কালারে ডিভাইসটি পাওয়া যাবে। ফোনটিতে ৬.৭৪ ইঞ্চির ওলিড ডিসপ্লে প্যানেল দিয়েছে রিয়েলমি। এতে ফুল এইচডি রেজুলেশন মিলবে।