এই প্রথম একঝলক দেখা মিলল অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন আইফোন ১৫ মডেলের। গাঢ় লাল বডি, ডায়নমিক আইল্যান্ডযুক্ত ডিসপ্লে-ফার্স্ট লুকেই ভক্তদের মুগ্ধ করল নতুন আইফোন।
যতই ফিচারপ্যাকড হাইফাই ফোন আসুক না কেন বাজারে, আইফোনের আলাদা কদর রয়েছে।
ইতিমধ্যে ১২, ১৩ এবং ১৪ পেরিয়ে পঞ্চম জেনারেশনেরপৌঁছানোর পথে আইফোন। খুব শিগগিরই আইফোন ১৫ নিয়ে আসতে চলেছে অ্যাপল। যার সঙ্গে আসতে চলেছে একগুচ্ছ বদল। ইতিমধ্যেই তার বেশ কিছু স্পেশিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। যা নিয়ে উত্তেজনার শেষ নেই আইফোনপ্রেমীদের।
এই প্রথমবার নিজস্ব চার্জিং পোর্টের পরিবর্তে ইউএসবি-সি পোর্ট ব্যবহার করতে চলেছে আইফোন। ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি সব ফোনে ইউএসবি সি পোর্ট ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা করেছে। ফলে নিজেদের বিশেষ পোর্টটি বদলে ফেলতে বাধ্য হয়েছে আইফোনও।
আইফোন ১৫ ও ১৫ প্রো মডেলে ইউএসবি ২.০ এবং ৩.২ ব্যবহার করা হচ্ছে। যা এখনকার পোর্টের তুলনায় হতে চলেছে আরও ফাস্ট। বদল আসতে চলেছে ডিজাইনেও। এই মডেলে ব্যবহার হতে চলেছে ডায়নমিক আইল্যান্ড। যা প্রথমবার আইফোন ১৪ প্রো মডেলে প্রথমবার ব্যবহার করেছিল অ্যাপল।
সাধারণত ফোনে সেলফি নচ যেখানে থাকে, সেখানে একটি নোটফিকেশন উইন্ডো তৈরি হয় ডায়নমিক আইল্যান্ড ফিচারের কারণে। যেখানে ফোন বা মেসেজের নোটিফিকেশন থেকে শুরু করে চার্জিং স্ট্যাটাস, সবটাই দেখায় সেখানে। আর সেই ফিচার থাকতে চলেছে আইফোনের নতুন মডেলে। আগের মডেলগুলোর তুলনায় আকারেও সামান্য বড় হতে চলেছে আইফোন ১৫-এর ডিসপ্লে। নতুন মডেলে থাকছে আরও ভালো ডুয়াল ক্যামেরা, যা সাজানো হচ্ছে ডায়গোনালি।
যতদূর জানা যাচ্ছে, ভলিউম ও পাওয়ার বাটন থাকতে চলেছে আইফোন ১৫ মডেলে। মনে করা হচ্ছে, মোট চারটি ভেরিয়েন্টের সঙ্গে বাজারে লঞ্চ হতে চলেছে ফোনটি । আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, যেখানে ব্যবহার করা হচ্ছে এ১৬ বায়োনিক চিপসেট। আইফোন ১৫ প্রো এবং ১৫ প্রো ম্যাক্সে ব্যবহার করা হবে এ১৭ বায়োনিক চিপসেট। অনেকেই বলছিলেন আল্ট্রা একটি মডেলও আনতে পারে অ্যাপল, তবে তা গুজব বলেই জানা গিয়েছে।
iphoneএই মডেলে আর বড় ব়্যাম পেতে চলেছেন ইউজারেরা। তার সঙ্গে মিলবে আরও লম্বা ব্যাটারি লাইফ। তবে রঙের ভেরিয়েশনে বেশ ধামাকা আনতে চলেছে আইফোন ১৫। প্রো মডেলের জন্য প্রতিবারই বেশ কয়েকটি এক্সক্লুসিভ কালার আনার চেষ্টা করে অ্যাপল। আইফোন ১২ প্রো মডেলটির জন্য দুর্দান্ত পেসিফিক ব্লু রঙের মডেল এনেছিল তারা।
আইফোন ১৩ প্রোতে ছিলে সিয়েরা ব্লুয়ের দুর্ধর্ষ ভেরিয়েশন। আইফোন ১৪ প্রোর বেলা আরও এক ধাপ এগিয়ে দুইটি স্পেশাল রঙ এনেছিল সংস্থাটি। স্পেশ ব্ল্যাক ও ডিপ পার্পল, জনপ্রিয় হয় দুটি রঙেই। সেই নিয়মের ব্যতিক্রম হচ্ছে না আইফোন ১৫ এর বেলাতেও। নাইনটুফাইভ ম্যাকের সাইটে জানানো হয়েছে, এবার একটি ডার্ক রেড এডিশন নিয়ে আসছে অ্যাপল। আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস মডেল দুইটি মিলবে ব্লু এবং পিঙ্ক কালারে।অ্যাপল ওয়াচের মতোই আইফোন ১৫ প্রো মডেলটি তৈরি হতে পারে টাইটেনিয়াম দিয়ে। সেক্ষেত্রে ন্যাচারাল ও স্পেশ ব্ল্যাক, এই দুইটি কালারে মিলতে পারে মডেলটি।
গুজব রটেছিল, আইফোন ১৫ এর প্রিমিয়াম একটি মডেল আইফোন এক্স নাকি তৈরি হতে পারে সোনা দিয়েও। তবে এ নিয়ে কোনও রকম পাকা খবর নেই। আইফোন বাতাসে ভেসে বেড়ানো জল্পনার মধ্যে এটিও একটি বলেই মনে করছেন বিশ্লেষকেরা। তবে আইফোন ১৫ এর কোনও একটি মডেলে ডিপ রেড রঙ থাকছেই।