একসময় বাজারে সাড়া ফেলেছিল নকিয়া ৬৬০০ মডেলের ফোন। ওই ফিচার ফোনটি আবার বাজারে ফিরছে। শিগগিরই ৫জি কানেকশনসহ পাওয়া যাবে। বাজারে আসলে এর নাম হবে নকিয়া ৬৬০০ ৫জি আল্ট্রা।
নকিয়ার বর্তমান মালিকানা এইচএমডি গ্লোবারের হাতে। শিগগিরই প্রতিষ্ঠানটি নকিয়া ৬৬০০ মডেল বাজারে আনার উদ্যোগ নিয়েছে। এই ফোনটি কবে নাগাদ ফিরবে, সে বিষয়ে এইচএমডি গ্লোবাল অনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
রিমেক নকিয়া ৬৬০০ মডেলে থাকতে চলেছে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের সুরক্ষার জন্য ৭কে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন থাকবে। পারফরমেন্সর জন্য ডিভাইসটিতে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ ৫জি মডেলের প্রসেসর।
এই প্রসেসর পেয়ার করা থাকছে ৮ জিবি ও ১২ জিবি র্যাম। স্টোরেজ হবে যথাক্রমে ১২৮ জিবি ও ৫১২ জিবি। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে অ্যানড্রয়েড ১৩।
এই নকিয়া স্মার্টফোনে একটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটিতে থাকছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর।
ফোনটি দরদাম সম্পর্কে এখনো কোনো ধারণা মেলেনি।