স্মার্টফোন ব্যবহারে আসক্ত হয়ে প্রচুর সময় নষ্ট করছে তরুণরা। বিষয়টি নিয়ে শিক্ষাবিদ ও গবেষকরা ধারাবাহিকভাবে আশঙ্কা প্রকাশ করে আসছেন। স্মার্টফোনের যথাযথ ব্যবহার ও এর পরিণতির বিষয়ে সতর্ক করেছেন।
তবে সম্প্রতি স্বস্তির বার্তা জানিয়েছে বৈশ্বিক প্রযুক্তির বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদন। সুখবর হলো জেনারেশন জেড তথা নতুন প্রজন্ম সাম্প্রতিক সময়ে স্মার্টফোন ছেড়ে ডাম্বফোন বা ফিচার ফোনের দিকে ঝুঁকছে।
প্রতিবেদন বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তারকাদের ফিচার ফোন ব্যবহারের সুফল ব্যাখ্যা করতে দেখা গেছে। এর মাধ্যমে মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধারের বিষয় জানিয়ে পোস্ট করছেন অনেকে। তারা বলছেন, স্মার্টফোন থেকে মুক্তি পেতে এবং স্ক্রিনের সময় কমাতে কীভাবে ফিচার ফোন বেছে নিয়েছেন। এ ধরনের পোস্ট জেড প্রজন্মকে প্রভাবিত করছে, ফিচার ফোনের প্রতি আগ্রহ বাড়াচ্ছে। নতুন এক ধরনের প্রবণতা তৈরি করছে।