শিগগিরই বাজারে আসছে গুগল পিক্সেল ৭এ মডেলের স্মার্টফোন। এই ফোন বাজারে আসার আগেই এর কনফিগারেশনে ইন্টারনেটে ফাঁস হয়েছে।
ফোনটি ১০ মে গুগল আই/ও ইভেন্টে প্রদর্শন করা হতে পারে।
৯ টু ৫ গুগলের প্রতিবেদন অনুযায়ী, গুগল পিক্সেল ৭এ স্মার্টফোনের দাম বাড়াতে চলেছে টেক জায়ান্ট। প্রায় ৫০ ডলার বাড়তে পারে ফোনের দাম। বাজারে ৪৯৯ ডলারে লঞ্চ হতে পারে গুগল পিক্সেল ৭এ।
এই স্মার্টফোন মিলতে পারে তিনটি রঙে। এগুলো হলো- চারকোল, স্নো, লাইট ব্লু এবং কোরাল ব্লু।
পিক্সেল ৭এ ফোনের ফিচার্স
গুগল পিক্সেল ৭ সিরিজের যে ডিজাইন রয়েছ একই বৈশিষ্ট্য এই ফোনেও থাকতে চলেছে। এই ফোনে মিলবে ৬.১ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট।
ফোনের ক্যামেরা এবার আরও ভালো দিতে চলেছে গুগল। থাকবে ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৮৭ সেন্সরযুক্ত ক্যামেরা। এতে থাকবে ওআইএস এবং ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ফ্রন্টে থাকতে পারে ১০.৮ মেগাপিক্সেল ক্যামেরা।
এই স্মার্টফোনে থাকবে এক্সক্লুসিভ টেনসর জি২ চিপসেট, যা গুগল পিক্সেল ৭ সিরিজের জন্য বিশেষ ভাবে ব্যবহার করেছে গুগল।
সফটওয়্যারের ক্ষেত্রে মিলবে অ্যানড্রয়েড ১৩। এই ফোনে ব্যাটারি ক্যাপাসিটি মিলবে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। সঙ্গে ৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং।