গ্যালাক্সি এস সিরিজের মাধ্যমে পুনরায় ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ডিভাইসে নিজস্ব এক্সিনোস চিপ ব্যবহার করবে স্যামসাং। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি বিষয়টি নিশ্চিত করেছে। খবর গিজমোচায়না।
প্রথম প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশের সময় স্যামসাং এলএসআইয়ের ডিএস বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিকমান কন এ ঘোষণা দেন। এ সময় তিনি গ্যালাক্সি ফ্ল্যাগশিপে এক্সিনোস ব্যবহারের কথা জানান। তবে তিনি এস২৪ সিরিজের কথা সেভাবে উল্লেখ করেননি। যদিও প্রযুক্তি জায়ান্টটি এর জে সিরিজের পরিবর্তে এস সিরিজেই নতুন চিপসেট যুক্ত করে ও বাজারজাত করে।
ফ্ল্যাগশিপ ডিভাইসে কোন চিপসেট ব্যবহার করা হবে সে বিষয়ে স্যামসাংয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে বিশ্লেষকদের ধারণা, নতুন ডিভাইসে এক্সিনোস ২৪০০ চিপসেট ব্যবহার করা হতে পারে। কেননা বর্তমানে স্যামসাং এ চিপসেটের উন্নয়নেই কাজ করে আসছে। তবে গুঞ্জন রয়েছে, স্যামসাং হয়তো গ্যালাক্সি এস২৪ প্লাস ও এস২৪ আল্ট্রায় স্ন্যাপড্রাগনের ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করতে পারে। অন্যদিকে এস২৪ মডেলে শুধু এক্সিনোস ২৪০০ ব্যবহার করবে।
ইউরোপ ও এশিয়ায় থাকা স্যামসাংয়ের ব্যবহারকারীদের জন্য এটি খুশির সংবাদ নয়। কেননা এর আগেও এক্সিনোস চিপ ব্যবহারে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তবে এক্সিনোস ২৪০০ও যদি চাহিদা পূরণে সক্ষম না হয় তাহলে ব্যবহারকারীরা স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরযুক্ত অন্যান্য মডেল ব্যবহার করতে পারবে।
চিপের জন্য কোয়ালকমের ওপর নির্ভরতা কমানোর অংশ হিসেবে স্যামসাং পুনরায় ফ্ল্যাগশিপ ডিভাইসে এক্সিনোস ব্যবহারে ঝুঁকছে। বর্তমানে বাজারের অধিকাংশ ডিভাইসেই কোয়ালকম চিপসেট সরবরাহ করা হয়। এক্সিনোস ব্যবহারের মাধ্যমে প্রযুক্তি বাজারে নিজস্ব চিপের উৎকর্ষও প্রকাশ করতে পারবে স্যামসাং। এক্সিনোস ২৪০০ এখন গ্রাহকের প্রত্যাশা পূরণে সক্ষম হয় কিনা সেটিই দেখার বিষয়।